লখনৌ স্কোয়াডে ফিরলেন এক পেসার, সম্ভাবনা ফিকে হচ্ছে তাসকিনের

লখনৌ সুপার জায়ান্টসের দিকে এবারের আইপিএলে বাড়তি একটা নজর দিতেই হচ্ছে। সেই নজরের কারণটা অবশ্য তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসার নিজেই জানিয়েছিলেন, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তার সঙ্গে প্রাথমিক আলাপ করা হয়েছে। মূলত লখনৌর পেস লাইনআপে একাধিক ইনজুরি সমস্যার কারণেই যোগাযোগ করা হয়েছিল বলে জানান তাসকিন।
বিজ্ঞাপন
প্রথম ম্যাচে বোলিং বেশ ভুগিয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে। ২০৯ রান করেও আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে তারা। তবে এরইমাঝে ভাল খবর এসেছে দলটায়। চোট সারিয়ে ফিরতে চলেছেন পৌনে ১০ কোটি রুপির পেসার আভেশ খান।
চোটের কারণে জানুয়ারি মাসের পর থেকে আর খেলতে পারেননি আভেশ খান। রঞ্জির পর আইপিএলেও মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে জানা গিয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ আছেন আভেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দলের সঙ্গে খুব তাড়াতাড়িই যোগ দেবেন তিনি।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লখনউ। এই ম্যাচে মাঠে নামতে পারেন আভেশ। আর তাতে খানিকটা হলেও ফিকে হয়েছে তাসকিনের এবারের আসরে আইপিএল খেলার স্বপ্ন।
বিজ্ঞাপন
লখনৌ স্কোয়াডে মূলত পেসার তিনজন। তাদের মাঝে মায়াঙ্ক যাদব আইপিএলের দ্বিতীয় পর্বে যোগ দেবেন, তা আগেই নিশ্চিত করা হয়েছে। বাকি দুইজনের মাঝে মহসিন খান এরইমাঝে ছিটকে গিয়েছেন, তার বদলে দলে এসেছেন শার্দুল ঠাকুর। আর এখন ফিরছেন আভেশ খান। আপাতত তাই শার্দুল-আভেশ জুটিই ভরসা যোগাবেন ঋশাভ পান্তের দলকে।
আরও পড়ুন
দিল্লির বিরুদ্ধে লখনৌ যে দল খেলিয়েছে তাতে দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদবের মতো কিছুটা অপরিচিত বোলারদের খেলাতে হয়েছে। তার ফলে বড় স্কোর গড়েও ম্যাচ বাঁচানো হয়নি তাদের। আভেশ ফেরার খবরটা তাই লখনৌর জন্য বেশ স্বস্তির। ফিট হওয়ামাত্রই তাকে দেখা যেতে পারে চূড়ান্ত স্কোয়াডে।
২০২২ ও ২০২৩ সালে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও ২০২৪ সালে আবেশকে কিনেছিল রাজস্থান রয়্যালস। এ বারের নিলামের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। নিলামে ৯ কোটি ৭৫ লক্ষ রুপিতে আভেশকে আবার কেনে লখনৌ। প্রথম ম্যাচে না পেলেও তাকে ফের আইপিএলে দেখা যাচ্ছে।
জেএ