কলকাতার বিপক্ষে হেরে রিয়ান পরাগের বিব্রতকর রেকর্ড

এবারের আইপিএলের মিশনটাই যেন ২০ ওভারে ৩০০ রান তোলা। প্রথম ইনিংসে ২০০ এর কম রান তুলে জেতার আশা করাই যেন দূরহ। রাজস্থান রয়্যালসও পারেনি গতকাল কলকাতা নাইট রাইডার্সদের বিপক্ষে। ১৫১ রান স্কোরবোর্ডে তুলেছিল বটে। কিন্তু কুইন্টন ডি ককের ৬১ বলে ৯৭ রানের পর কলকাতা ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে।
বিজ্ঞাপন
বলতে গেলে ওই এক ইনিংসেই শেষ হয়েছে রাজস্থানের ম্যাচ জয়ের স্বপ্ন। ডি কক অপরাজিত ছিলেন ৯৭ রানে। কলকাতা ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। রিয়ান পরাগ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে এসে প্রথম দুই ম্যাচেই দেখলেন হারের মুখ।
রাজস্থান রয়্যালসের অধিনায়কের তালিকায় সেইসঙ্গে বিব্রতকর এক রেকর্ডও হলো তার। ২০০৮ সাল থেকে চলা এই ফ্র্যাঞ্চাইজির প্রথম অধিনায়ক হিসেবে শুরুর দুই ম্যাচই হারলেন রিয়ান পরাগ। এর আগে আর কোনো অধিনায়ক রাজস্থানের জার্সিতে প্রথম দুই ম্যাচে হারেননি।
বিজ্ঞাপন
রাজস্থানের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে দুই জয় পেয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং স্টিভেন স্মিথ। ১ জয় এবং ১ হার আছে আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, শেন ওয়ার্ন এবং শেন ওয়াটসনের। আর রিয়ান পরাগ হারলেন দুই ম্যাচেই। প্রথম ম্যাচে হেরেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের কাছে। পরের হার কলকাতা নাইট রাইডার্সের কাছে।
বিজ্ঞাপন
নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন পুরো ফিট হয়ে মাঠে নামার আগে আরও একও ম্যাচে অধিনায়ক থাকছেন রিয়ান পরাগ। স্যামসন আপাতত খেলছেন কেবল ব্যাটার হিসেবে। ইম্প্যাক্ট সাবস্টিটিউট নিয়মে ওপেনিং করছেন তিনি। তবে নিজেদের চতুর্থ ম্যাচ থেকে স্যামসনকে উইকেটের পেছনে দেখা যাবে।
জেএ