ম্যাচ পাতানোর চেষ্টা করায় ৪ বছরের কারাদণ্ড

ক্রিকেট ম্যাচে ফিক্সিংয়ের চেষ্টা করায় যোগী প্যাটেল নামের এক যুবককে সাজা দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। শ্রীলঙ্কায় বসবাস করলেও তিনি ভারতীয় নাগরিক। তাকে চার বছরের জেলের সাজা দেওয়ার হয়েছে। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
বিজ্ঞাপন
দীর্ঘ দিন ধরে শ্রীলঙ্কায় ব্যবসার সূত্রে থাকতেন তিনি। ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে লিজেন্ডস লিগ টি২০ প্রতিযোগিতা হয়। সেই সময় তিনি ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন বলে প্রমাণিত হয়েছে আদালতে। সেই কারণে শ্রীলঙ্কার মাটালে শহরের একটি আদালত যোগীকে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যোগীর বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থরঙ্গা। তার মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে যোগী ম্যাচ পাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সেই অভিযোগের পর গত বছর মার্চ মাসে যোগীকে গ্রেফতার করে আদালত। পরে তাকে জামিন দেওয়া হয়। তার পরেই শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান যোগী
আদালতে যোগীর আইনজীবীরা জানান, নিজের প্রাণসংশয় ছিল যোগীর। তাই তিনি পালিয়েছেন। আদালত এই যুক্তি মানেনি। পুলিশের গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়, পটেলের বিরুদ্ধে যেন ইন্টারপোল পরোয়ানা জারি হয়। চাপে পড়ে আত্মসমর্পণ করেন যোগী। তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
বিজ্ঞাপন
২০১৯ সালে শ্রীলঙ্কায় ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি রুখতে কড়া আইন আনা হয়েছে। সেই আইন অনুযায়ী কেউ দোষী প্রমাণিত হলে সর্বাধিক ১০ বছরের জেল বা সর্বাধিক সাড়ে চার কোটি টাকা জরিমানা করা হয়। এই ক্ষেত্রেও যোগীকে জরিমানা করা হয়েছে। তবে তার পরিমাণ কিছুটা কম। আড়াই কোটি টাকা জরিমানা দিতে হবে তাকে। পাশাপাশি সম্মানহানি করার জন্য থারাঙ্গাকে ৫০ লক্ষ টাকা দিতে হবে যোগীকে।
এইচজেএস