ডিপিএলের ৮ রাউন্ড শেষে স্পিনারদের দাপট, সবার সেরা যারা

পবিত্র ঈদুল ফিতরের আগে গতকাল মঙ্গলবার ছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিনের খেলা। ঈদের আগে ৮ রাউন্ড শেষ হয়েছে, এবং ঈদের পর তিন রাউন্ডসহ সুপার লিগ অনুষ্ঠিত হবে। তবে অনুষ্ঠিত এই ৮ রাউন্ড শেষে বল হাতে কোন দলের কোন ক্রিকেটার দাপট দেখিয়েছেন সেটি দেখে নেওয়া যাক একনজরে।
বিজ্ঞাপন
মূলত প্রথম ৮ রাউন্ড শেষে বল হাতে দাপট দেখিয়েছেন প্রতি দলের স্পিনাররা। যেখানে সেরা পাঁচ বোলারই দলের স্পিনাররা। এছাড়া সেরা পাঁচে রয়েছেন দুইজন পেসার। তালিকার প্রথমে আবাহনী লিমিটেডের স্পিনার রাকিবুল ইসলাম ৮ ম্যাচ খেলে ১৭ উইকেট সংগ্রহ করে সবার উপরে রয়েছেন। বল হাতে বেশ ইকোনোমিকাল এই স্পিনার ওভারপ্রতি খরচ করেছেন ৪.৪৭ রান। এর পাশাপাশি এভারেজ ১৮.১২।
তালিকার দুই নম্বরে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলের নিয়মিত এই বোলার ৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৬ উইকেট। যেখানে ৪.১৩ ইকোনোমির পাশাপাশি এভারেজ ১৯.৫। তালিকার তিন নম্বরে রয়েছেন আরাফাত সানী। প্রাইম ব্যাংকের এই স্পিনার ৬ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট। ৪.৬২ ইকোনোমিতে এভারেজ ১৬.৯৩ সানীর।
বিজ্ঞাপন
এদিকে তালিকার চার এবং পাঁচ নম্বরে রয়েছেন দুই জন পেসার। গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েল রয়েছেন চার নম্বরে। এই পেসারের সংগ্রহে রয়েছে ৬ ম্যাচে ১৩ উইকেট। ইকোনোমি রয়েছে ৫.৫৩ এবং এভারেজ ২১.৬৯। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই পেসার শিকার করেছেন ৮ ম্যাচে ১৩ উইকেট। যেখানে এভারেজ ২৯.১৫ এবং ইকোনোমি ৬.১১।
এছাড়া ১৩ উইকেট করে পেয়েছেন স্পিনার আবু আশিম এবং পেসার আল আমিন হোসেনও।
এসএইচ/জেএ