এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, বাদ পড়লেন দুই অভিজ্ঞ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হলেন নতুন দুই আম্পায়ার। তারা হলেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার ২০২৫-২৬ মৌসুমের জন্য এলিট প্যানেল অব আম্পায়ার্সে পালেকার ও ওয়ার্ফকে অন্তর্ভুক্ত করার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।
একই দিনে এলিট প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনকে। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। নতুন দুই আম্পায়ারের সম্পর্কে তিনি বলেছেন, 'আমরা নিশ্চিত যে পালেকার এবং ওয়ার্ফ দুজনেই শীর্ষ স্তরে ধারাবাহিকভাবে ভালো কাজ করবেন। দক্ষতা এবং অভিজ্ঞতার বিচারেই তারা এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন। গত কয়েক বছর ধরে গফ এবং উইলসনকে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ।'
আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স ২০২৫-২৬:
বিজ্ঞাপন
কুমার ধার্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস গ্যাফানি (নিউ জিল্যান্ড), আড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আলাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।
এইচজেএস