ব্রাজিল মহারণের আগেই বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মহারণের আগেই দারুণ সুখবর পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
বিজ্ঞাপন
বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। অবশ্য দারুণ ছন্দে আগেই বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল আর্জেন্টিনা। কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে তারা।
বিজ্ঞাপন
আজ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ১ পয়েন্ট পেলেই অনেকটা নিশ্চিত হয়ে যেত তাদের টিকিট। তবে বলিভিয়া ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় সুখবর নিয়েই রাফিনিয়াদের মুখোমুখি হবে মেসিরা।
২০২৬ বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আয়োজক হিসেবে এই তিন দেশ আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ। এর বাইরে জাপান, নিউজিল্যান্ড ও ইরান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
এবার সপ্তম দল হিসেবে টিকিট কাটল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির সামনে আরও একটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার সুযোগ তৈরি হলো। এ নিয়ে ১৯তম বার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা।
এফআই/এমজে