রাফিনিয়ার হুমকির জবাব দিলেন স্কালোনি, স্মরণ করলেন মেসি-নেইমারকে

ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে নিজেদের স্ব স্ব ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি সেরে রেখেছে ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আগামীকাল (বুধবার) ভোর ৬টায় পরস্পরের মোকাবিলা করবে। তার আগে আলবিসেলেস্তেদের হারানো ও নিজে গোল করার হুমকি দিয়ে রেখেছেন সেলেসাও তারকা রাফায়েল রাফিনিয়া। যার জবাবে মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন মেসি-নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।
বিজ্ঞাপন
এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’ এর বাইরেও আর্জেন্টিনাকে হারানোর বিষয়ে বেশ দৃঢ় মন্তব্যই শোনা গেছে রাফিনিয়ার মুখে। তার মন্তব্য এই মুহূর্তে দেশ দুটির পরিধি পেরিয়ে পুরো ফুটবলাঙ্গনের আলোচনার কেন্দ্রে।
যা নিয়ে প্রশ্ন উঠেছিল আলবিসেলেস্তে কোচ স্কালোনির সংবাদ সম্মেলনে। জবাব দিতে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভালো সম্পর্কের বিষয় স্মরণ করিয়ে স্কালোনি বলেন, ‘আমি নির্দিষ্ট কারও মন্তব্যের খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। তারা মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিৎ নয়।’
বিজ্ঞাপন

এরপর মাঠের বাইরে থাকা ব্রাজিল-আর্জেন্টিনার দুই প্রধান তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে স্কালোনি বলেন, ‘(২০২১) কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় আমি মেসি-নেইমারের ছবিটার কথা মনে করতে পারি। যেখানে তারা ম্যাচ শেষে একসঙ্গে বসে ছিল। ওই আবহটা ধরে রাখতে হবে। বিশ্বের সেরা এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড়ের একসঙ্গে থাকা, বন্ধু হওয়া। এই চিত্রটাই আমাদের প্রয়োজন। এটা ঠিক যে আমরাও জিততে চাই। এর বাইরে আমাদের সবারই ব্রাজিলিয়ান বন্ধু আছে। আমি তাদের অনেককেই চিনি। আমাদের এর বাইরে যাওয়া উচিৎ হবে না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগ বেশ শক্তিশালী এবং বিশ্ব ফুটবলেও তাদের সবাই পরিচিত মুখ। তাদের নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে স্কালোনির লক্ষ্য, ‘এ ধরনের বড় ম্যাচ এভাবেই খেলতে হয়, যেখানে আপনাকে আটকে রাখতে চাইবে, খেলা খুব কঠিন। কল্পনা করছি যারা মধ্যভাগ থেকে ফরোয়ার্ড লাইনে উঠে খেলে, বেশ আক্রমণাত্মক দল এটা এবং আপনাকে জানতে হবে তাদের কাউন্টার দিতে কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে। মনোযোগ ধরে রাখতে হবে এবং আমরা চেষ্টা করব বলের নিয়ন্ত্রণ নেওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদের আঘাত দেওয়ার।’
আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের। ব্রাজিল ম্যাচেও তার খেলার নিশ্চয়তা দেননি স্কালোনি, ‘আমি এখনও নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তার অবস্থা অন্য দিনের মতোই। আশা করছি রদ্রিগো ডি পলের আগমনে (একাদশে) দুয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। গতকাল (সোমবারের অনুশীলনে) আমরা খুব ছোট ছোট কাজ করেছি। বড় চিন্তা নিয়ে আমরা অনুশীলন করিনি। আজ আমরা আরও গভীরভাবে ভাবব এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
এএইচএস