তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-সাব্বির

আজ সোমবার (২৪ মার্চ) রিমার্ক আপনজন ইফতার মাহফিলে যোগ দেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। এসময় তারা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলাকালীন অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের জন্য বিশেষ দোয়া চেয়েছেন।
রাজধানীর একটি হোটেলে পবিত্র মাহে রামজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করে রিমার্ক হারল্যান। যেখানে রিমার্ক পরিবার, বাজার কমিটি, ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়। এই ইফতারে যোগ দেন পেসার তাসকিন ও ব্যাটার সাব্বির রহমান। এসময় তারা সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে তামিম ইকবালের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। দুই ক্রিকেটারও সবার কাছে সতীর্থের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা অবস্থায় মাঠেই দুইবার স্ট্রোক করে সাভারের এক হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল৷ পরে হার্টে একটি রিং পরানো হয়েছে টাইগারদের সাবেক এই ক্রিকেটারকে। আপাতত ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
এইচজেএস