১৮ ডাক খেয়ে রেকর্ড গড়লেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তার ১১ মাস পর আজ প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে ডাক খেয়েছেন তিনি। তাতে লজ্জার এক রেকর্ড গড়লেন এই অভিজ্ঞ ওপেনার।
বিজ্ঞাপন
রবিবার চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুম্বাইয়ের রোহিত। খলিল আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই শিবম দুবের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। কোনো রান না করেই ফেরেন সাজঘরে।
এ নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যৌথভাবে সর্বোচ্চ। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকও ঠিক ১৮ বার করে ডাক খেয়েছেন। ১৬ বার করে শূন্য করেছেন পীযূষ চাওলা এবং সুনীল নারিন।
বিজ্ঞাপন
তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে ২৫৮তম ম্যাচ খেললেন তিনি। টপকে গেলেন দীনেশ কার্তিককে (২৫৭)। রোহিতের সামনে এখন শুধু মহেন্দ্র সিংহ ধোনি (২৬৫)।
এ নিয়ে আইপিএলে ১৭ নম্বর আসর খেলতে নেমেছেন রোহিত। ২৫৮টি ম্যাচে ৬৬২৮ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে। গড় ২৯.৭২। অধিনায়ক হিসাবে মুম্বাইকে পাঁচ বার ট্রফি জিতিয়েছেন। গত বছর রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডেকে অধিনায়ক করে মুম্বাই।
এইচজেএস