কোয়াবের নতুন কমিটিতে থাকতে চান না দেবব্রত

বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটারদের এই সংগঠনটির কমিটি নিয়ে আলোচনা চলছিল।
এসবের মধ্যেই আজ রোববার মিরপুর শের-ই-বাংলায় মিটিং করেছে কোয়াব। যেখানে আগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৮ বিভাগ থেকে ৮ জনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কোয়াবের নতুন অ্যাডহক কমিটির সঙ্গে থাকতে চান না দেবব্রত পাল। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
দেবব্রত বলছিলেন, 'আমার ইচ্ছা নেই থাকার আপাতত। বাইরে থেকে যত যা সাহায্য সহযোগিতা লাগে করব সমস্যা নেই। পরবর্তীতে নির্বাচন করব কি না সেটা পরের বিষয়।'
এদিকে নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটির সাথে থাকছেন ৮ বিভাগ থেকে ৮ জন। আকরাম খান বলছিলেন, 'আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সাথে বসেছিলাম। অনেক ক্রিকেটারকে নিয়ে বসেছিলাম যে, কোয়াবকে নিয়ে একটা সুন্দর ভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।'
'আমরা প্রধান করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি। এবং দেবব্রত পাল আছে। এছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতের সিদ্ধান্ত নিবে কিভাবে কি করবে।'
এসএইচ/এইচজেএস