আইসিসির ওপর আবারও তীব্র ক্ষোভ প্রকাশ পাকিস্তানের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। কিন্তু সেই টুর্নামেন্টে অব্যবস্থাপনার রেশ টানতে হচ্ছে এখনও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হয়েছিল দুবাইয়ে। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত শিরোপা জিতে। কিন্তু ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি। যা নিয়ে আইসিসির কাছে উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে পিসিবির চিফ অপারেটিং অফিসার (সিওও) সুমায়ের আহমদ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
রীতি অনুযায়ী মঞ্চে থাকা উচিৎ ছিল পিসিবির কোনো কর্মকর্তার। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকেই ছিলেন দুজন। সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া থাকলেও পাকিস্তানের কোনো ক্রিকেট কর্তা ছিলেন না। ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। অর্থাৎ, মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয় ছিলেন। কিন্তু পাকিস্তানের কেউ না থাকায় তখনই সমালোচনা শুরু হয়। বিষয়টিকে আইসিসির ‘প্রশাসনিক অব্যবস্থাপনা’ বলে মন্তব্য করেছেন সুমায়ের আহমদ।
পিসিবির এই সিওও বলেন, ‘পিসিবি চেয়ারম্যান (মহসিন নাকভি) না থাকায় আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ফাইনালের দিন মাঠে ছিলাম। (মঞ্চে কোনো পাক প্রতিনিধি না থাকা নিয়ে) তাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল অসন্তোষজনক। সে কারণে আমরা আবারও চিঠি দিয়েছি। পুরো বিষয়টিকে আইসিসিরি অব্যবস্থাপনা হিসেবেই দেখছি আমি। সবাই জানে এর পেছনে কারা আছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখে সমালোচনায় নেমেছিলেন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শোয়েব আখতাররা। আইসিসির এই মেগা আসরে আয়োজক দেশের কেউ না থাকা ‘অদ্ভুত’ ঘটনা বলে জানান ওয়াসিম। এসব সমালোচনা দেখে নিজেদের মতামত জানিয়েছিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘নাকভি ওই ম্যাচের জন্য অ্যাভেইলেবল না থাকায় তিনি দুবাইয়ের ফাইনালে হাজির হতে পারেননি। আইসিসি আয়োজক বোর্ডের (পিসিবি) সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান অথবা সিইও–কে আমন্ত্রণ জানিয়েছিল। এর বাইরের কেউ গ্যালারিতে থাকলেও মঞ্চে থাকতে পারবেন না।’
বিজ্ঞাপন
আইসিসির এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি পিসিবি। সে কারণে তারা আবারও চিঠি দিয়েছে। এর আগে ৯ মার্চ দুবাইয়ের ফাইনালে কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জয় পায় রোহিত শর্মার ভারত। দারুণ এক ইনিংসে অধিনায়ক দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। এ নিয়ে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত, আগের দুবার ছিল ২০০২ ও ২০১৩ (শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে) আসরে।
এএইচএস