রেকর্ড সেঞ্চুরি হাসান নওয়াজের, দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের

০,০ —আন্তর্জাতিক ক্রিকেটে হাসান নওয়াজের শুরুর দুই ম্যাচের গল্প। চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়েই প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম দুই টি-টোয়েন্টিতে ডাক মেরে শুরু। তবুও তরুণ এই ওপেনারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। চাপ সামলে মাত্র তৃতীয় ম্যাচেই ঝোড়ো সেঞ্চুরিতে আস্থার প্রতিদান দিলেন।
বিজ্ঞাপন
৪৫ বলে ১০৫ রানে অপরাজিত ইনিংস খেলার দিনে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ। তার রেকর্ডময় ইনিংসের দিনে বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তানও।
— Pakistan Cricket (@TheRealPCB) March 21, 2025
বিজ্ঞাপন
কিউইদের ২০৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১৬ ওভার শেষেই জয় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। ৯ উইকেটের জয়ে সিরিজে আশা বাঁচল সালমান আগাদের। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা।
ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে নতুন দল নিয়ে সিরিজে শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় ছিল সফরকারীরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশায় পড়া পাকিস্তান ঘুরে দাঁড়াল মোক্ষম সময়েই।
বিজ্ঞাপন
মাত্র দুই ম্যাচ আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হাসান নওয়াজ নিউজিল্যান্ডের বোলারদেরকে পাড়ার পর্যায়ে নামিয়ে আনলেন। পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে পাকিস্তান। অকল্যান্ডের ছোট বাউন্ডারির পুরো ফায়দা উঠিয়েছেন সালমান, নওয়াজ, হারিসরা।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। দ্রুত দুই উইকেট হারানোর পর তাণ্ডব শুরু করেন মার্ক চ্যাপম্যান। বাঁহাতি এই ব্যাটারের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২০৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
চ্যাপম্যানের বীরত্বকে আড়াল করে দিলেন তরুণতুর্কি হাসান নওয়াজ। পাকিস্তানের বড় জয়ের ম্যাচে বলতে গেলে রান তাড়ায় নেতৃত্ব দিলেন। ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসে ১০ টি চার ও ৭টি ছক্কার মার রয়েছে। তাকে যোগ দিয়েছেন সালমান আগা ও মোহাম্মদ হারিসও।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে পাকিস্তান। সেটিও ২৪ বল হাতে রেখে। এর আগে সর্বোচ্চ রান তাড়ার স্কোর ছিল ১৭৪ রান। ২০২০ সারে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটে জিতেছিল তারা। সবমিলিয়ে পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার জয়।
এফআই