নামিবিয়ার অধিনায়ক হলেন ফ্যাফ ডু প্লেসি!

হঠাৎ করে আলোচনায় ফ্যাফ ডু প্লেসি! ঘটনা আর কিছুই না, নামিবিয়া ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন ডু প্লেসি। তার নেতৃত্বে বিশ্বকাপ যোগ্যতা অর্জনপর্বে খেলবে আফ্রিকার দেশটির যুবা ক্রিকেটাররা। এতক্ষণেও খটকা দূর হচ্ছে না! ভাবছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি এলো কোথা থেকে!
ডু প্লেসি বলতে এতদিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে বুঝালেও এখন থেকে ক্রিকেট বিশ্বে অখ্যাত নামিবিয়ার সঙ্গেও মিশে আছে। দু’জনের নাম একই ফ্যাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার ডু প্লেসির বয়স এখন চল্লিশের কোঠায়। আর নামিবিয়ার যুবা দলের নেতৃত্ব পাওয়া ডু প্লেসির বয়স মাত্র ১৭ বছর।
— All Cricket Records (@Cric_records45) March 19, 2025
নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ডু প্লেসি। সেই তাকেই এবার অধিনায়ক করা হয়েছে। সামনেই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে। সেখানে ডিভিশন ১-এ রয়েছে নামিবিয়া। তারা বাদে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওনে, তাঞ্জানিয়া ও উগান্ডা রয়েছে। অর্থাৎ, আফ্রিকার দেশগুলোকে নিয়ে তৈরি এই ডিভিশন। ২৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ নামিবিয়ার।
অধিনায়ক হিসেবে ডু প্লেসির নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একরকম সাড়া পড়ে গেছে। অনেকে প্রথমে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসির সঙ্গে তাকে গুলিয়ে ফেলেছিলেন। ৪০ বছর বয়সে তিনি কীভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবেন সেই প্রশ্ন তোলেন তারা। পরে অবশ্য ভুল ভেঙেছে। তবে ততক্ষণে সমাজমাধ্যম ভরে গিয়েছে মজার মজার মিমে।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকদিন আগেই বিদায় জানিয়েছেন। তিনি এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন।
এফআই