ফটোসেশন করেও ভারত যেতে পারলেন না ৩ জন

আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন। অনুশীলনেও ছিলেন সবাই। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াড হতে হতো ২৩ জনের। ৪ জন বাদ পড়বেন, এটা অবধারিতই ছিল। সকালে ফ্লাইট ধরার পূর্বপ্রস্তুতি হিসেবে রাতে লাগেজ গোছানোর সময়ে বাদ পড়লেন ৩ জন।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের উদ্দেশে রওনা করার আগের রাতে দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন। এই তিন জনের ভারত সফরের আশায় থাকলেও ঘুমের আগে দুসংবাদ পান। এই তিনজনের বাদ পড়ার পর দলে টিকে রইলেন ২৪ জন।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চূড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। আর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে যান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন। যদিও ম্যাচের আগে স্কোয়াড ২৩ জনের। হ্যাভিয়ের ক্যাবরেরা দল চূড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ছিলেন ফটোসেশনে। যার অর্থ আরও একজন বাদ পড়তে পারেন এই ২৪ জনের তালিকা থেকে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।
এজেড/জেএ