প্রথমবার বাংলাদেশের অনুশীলনে হামজা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় প্রথমবার আজ দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন তিনি।
বিজ্ঞাপন
হামজার প্রথম অনুশীলন সেশন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বেশ সচেষ্ট ছিল। বাফুফে অধিভুক্ত ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থাকে হামজার অনুশীলন দেখার জন্য আমন্ত্রিত টিকিট দিয়েছিল। সেই টিকিটে অনেকে এসেছেন।
হামজার প্রথম অনুশীলন সেশন হওয়ায় গণমাধ্যমের আগ্রহও ছিল তুঙ্গে। যদিও পুরো অনুশীলন সময় মিডিয়াকে দেখতে দেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মিডিয়া থাকাবস্থায় প্রথম মিনিট পনেরোতে শুধু সাধারণ রানিং ও বল পাসিং করতে দেখা গেছে। গত পরশু বাংলাদেশে আসার পর থেকে হামজা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ বল নিয়ে নেমে বেশ প্রাণবন্ত দেখা গেছে হামজাকে। তার সতীর্থরাও হামজার সঙ্গে বল দেয়া-নেয়া রানিংয়ে বেশ প্রাণোচ্ছল ছিলেন।
বিজ্ঞাপন
মিডিয়া সেশনের পরেই মূলত কোচ আসল গেম প্ল্যানে যাবেন। পজিশন ভিত্তিক ব্লকিং, কম্বিনেশন নিয়ে বিস্তারিত কাজ করবেন। দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন চলছে। হামজা আজ প্রথম যোগ দেয়ায় এখন মূলত তাকে ঘিরেই দলীয় পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের কাজ করবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বিজ্ঞাপন
আগামীকাল সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কলকাতা থেকে আরেক ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবেন হামজা-জামালরা। আগামীকাল ভারতে অনুশীলনের সম্ভাবনা নেই বললেই চলে। ২৫ মার্চ ম্যাচের আগে ২১-২৪ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ।
আজ বাংলাদেশ দলের অনুশীলনে কয়েকশ দর্শক ছিল। ফুটবল সর্মথকদের অনেকে 'হামজা-হামজা' স্লোগান দিয়েছেন। আবার অনেকে ‘ফাহমিদুল-ফাহমিদুল’ বলেছেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে দলে না নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ফুটবলাঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছেন। এ নিয়ে সমর্থকরা আন্দোলন-প্রতিবাদ করেছেন। যা ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত গড়িয়েছে।
ভারত ম্যাচে ফাহমিদুলকে খেলানো সম্ভব নয়, পরবর্তী ম্যাচে তাকে নিয়ে ভাবছে ফেডারেশন, এমনটা ক্রীড়া উপদেষ্টা ও সমর্থক উভয় পক্ষকে নিশ্চিত করেছে ফেডারেশন। সমর্থকরা এতে খানিকটা নমনীয় হলেও হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার ও জাতীয় দলে সিন্ডিকেট নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে এবং ভারত ম্যাচের পরবর্তী কর্মসূচি ব্যক্ত করবে।
এজেড/এইচজেএস