বাংলাদেশের হয়ে হামজার খেলা নিয়ে যা বললেন ইমরুল

গত সোমবার সিলেটে পা রাখেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকার আগমনের জন্য অপেক্ষা ছিল সবার। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী, প্রত্যেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি। হবিগঞ্জে নিজের আনুষ্ঠানিকতা সেরে গতকাল রাতেই যোগ দিয়েছেন দলের সঙ্গে।
হামজাকে নিয়ে পুরো দেশের মানুষের মতোই উন্মাদনা দেখা গেছে ক্রিকেটারদের মধ্যেও। আজ বুধবার ডিপিএলে ম্যাচ সেরা হয়েছেন অগ্রণী ব্যাংকের ক্রিকেটার ইমরুল কায়েস। শাইনপুকুরের বিপক্ষে ৮৬ রান করার পর নির্বাচিত হন ম্যাচসেরাও। পরে গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানে প্রশ্ন আসে দেশের ফুটবলার হামজাকে নিয়ে।
হামজা প্রসঙ্গে ইমরুল বলছিলেন, 'ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একটা প্লেয়ার বাংলাদেশে এসে খেলতেছে। এটা অনেক বড় একটা পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য। আশা করি উনি পারফরম্যান্সটা ধরে রাখবে, দেশের ফুটবলকে অনেক কিছু দেবেন।'
সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'রিয়াদ ভাই বা মুশফিকরা লিজেন্ডারি ক্রিকেটার। মাঠ থেকে বিদায় নেওয়ার এতটুক সম্মান পায় বাংলাদেশ ক্রিকেট থেকে। আমি জানি না ওরা কেন এভাবে অবসর নিয়েছে।'
ডিপিএল নিয়ে ইমরুল বলেন, 'এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রত্যেকটা খেলোয়াড় প্রেসারে থাকে। কারণ এখানে এলিগেশন সিস্টেম আছে, আর কোন টুর্নামেন্ট নাই যেখানে এলিগেশান সিস্টেম আছে। তো আমার মনে হয় ওদিক থেকে স্ট্যান্ডার্ড ভিত্তিক আমাদের দেশের প্রিমিয়ার লিগ অনেক ভালো খেলা হয়।'
এসএইচ/এইচজেএস