‘২০২৫ ব্যালন ডি’অর আমাদের দুজনের একজন জিতবে’

শিরোপাহীন একটি বছর পেরিয়ে চলতি মৌসুমে একাধিক শিরোপা জয়ের পথে হাঁটছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের এমন ঘুরে দাঁড়ানোর নেপথ্যে ডাগআউট থেকে রণকৌশল সাজাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। আর দারুণ ফর্মকে সঙ্গী করে মাঠে তার বাস্তবায়ন করছেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও পেদ্রি-কুন্দেরা। আক্রমণভাগে ছন্দময় ইয়ামাল-রাফিনিয়ারা তো এখন থেকেই পরবর্তী ব্যালন ডি’অর জয়ের আলোচনায় জায়গা করে নিয়েছেন।
বিজ্ঞাপন
স্প্যানিশ বিস্ময়বালক ইয়ামালের সামনে সম্প্রতি সেই প্রসঙ্গ তুলেছিল দেশটির সংবাদমাধ্যম ‘দায়ারিও স্পোর্ত’। ইউরোপিয় ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিয়ে সেভাবে ভাবছেন না বলে উল্লেখ করলেও দুজনের একজন ২০২৫ ব্যালন জিতবেন বলে আশাবাদী ইয়ামাল। তবে ১৭ বছর বয়সী এই উইঙ্গার একটি শর্তও জুড়ে দিয়েছেন। তার মতে– যদি চলতি মৌসুমে বার্সেলোনা একাধিক শিরোপা জিততে পারে তবেই তিনি ও রাফিনিয়ার একজন ব্যালন জেতার সম্ভাবনা আছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে সেরা গোলদাতাদের একজন।
দুই বার্সা তারকার ব্যালন জয়ের সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলিনি। যদি আমরা ট্রফি জিততে পারি, তাহলে সেই সুযোগ (ব্যালন জয়) থাকবে, সেটি যেই হোক। আমি রাফিনিয়াকে নিয়ে খুশি, সবসময়ই তার এই (ফর্ম) দুর্দান্ত পরিবর্তন নিয়ে কথা বলি এবং সে অসাধারণ সময় কাটাচ্ছে। ব্যালন ডি’অর আমাকে সেভাবে ভাবায় না। আমি ফুটবলটা উপভোগ করি এবং এসব নিয়ে চিন্তা করি না। চাওয়া থাকে সময়টা উপভোগ্য হোক।’
বিজ্ঞাপন
চলতি মৌসুমে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের অধীনে শিরোপার ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছে। ইতোমধ্যে চলমান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। স্প্যানিশ লিগ কোপা দেল রে’তে আছে শেষ চারে এবং লা লিগায়ও শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে তাদের। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ তিনে অবস্থান করছে।
বিজ্ঞাপন
আগের মৌসুমের বিপরীত এই চিত্রের পেছনে ফুটবলারদের পাশাপাশি জার্মান কোচ ফ্লিকেরও অবদান দেখছেন অনেকে। এই প্রসঙ্গে লামিনে ইয়ামাল বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে (আকাঙ্ক্ষা) তীব্রতা ধরে রাখা এবং তিনি আমাদের মনে স্থাপন করে দিয়েছেন যে, আমরা পরস্পর নিজেদের জন্য লড়ব। এই জার্সি, প্রত্যেক খেলোয়াড় এবং তাদের পরিবারের জন্য আমরা নিজেদের সবটুকু দিয়ে লড়ব। আমরা জিতব এমন মানসিকতা সবসময় রাখতে হয়। তিনি (ফ্লিক) আমাদের প্রতি খুবই আন্তরিক, সবারই ভালো যত্ন নেন। জানিয়ে দেন কোন দিকটিতে উন্নতি প্রয়োজন কিংবা না।’
আরও পড়ুন
লিভারপুলের বিদায়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতায় নিজেদেরই ফেভারিট মনে করছেন বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড, ‘লিভারপুল এখন প্রতিযোগিতার বাইরে চলে গেছে, ফলে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য ফেভারিট। আমরা কোনো দল নিয়ে চিন্তিত নই, একটি পরিবার হয়ে লড়ছি...এবং এক বছর আগে পিএসজির বিপক্ষে যেমন ছিলাম, তেমনটা এখন আর নেই। আমরাই এখন এমন দল যারা রিয়াল মাদ্রিদকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছি এবং একইভাবে অন্যদেরও।’
এএইচএস