ফাহমিদুল ইস্যুতে কোচের পক্ষে জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। হামজা আসার পর দিনই ফুটবলাঙ্গন উত্তপ্ত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে সম্ভাবনাময় বলেও শেষ পর্যন্ত দলে রাখেননি। এ নিয়ে ফুটবল সমর্থকরা কোচের সমালোচনা ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি তুলেছেন।
বিজ্ঞাপন
আজ জাতীয় ফুটবল দলের ভারত সফর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনে আজ ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গ এসেছে। গতকালকের ব্যাখ্যাই আবার দিয়েছেন, ‘আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’
বাংলাদেশের ফুটবলে প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। তাকে অনুসরণ করেই তারিক, কাজেমরা বাংলাদেশ দলে খেলছেন। এখন হামজা চৌধুরীও খেলবেন। প্রবাসী ফুটবলাররা যখন বাংলাদেশের দিকে আকৃষ্ট হচ্ছেন তখন ফাহমিদুলের জাতীয় দলে এক সপ্তাহ অনুশীলন করে ফিরে যাওয়া নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এ নিয়ে জামালকে প্রশ্ন করা হলে তিনি কোচের পক্ষেই মত দিলেন, ‘একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি আগামীতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’
বিজ্ঞাপন
ফুটবলে কোচ সর্বেসর্বা। তিনিই খেলোয়াড় ডাকা, বাদ দেওয়া ও একাদশ বদলের সকল ক্ষমতা। হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের ফুটবলে গত তিন বছরে প্রাথমিক দলে এমন খেলোয়াড় ডাকেন যারা লিগে নিয়মিত খেলেন না। আবার যারা লিগে নিয়মিত খেলেন তারা ডাক পান না। এ সকল কারণে ফাহমিদুলের বাদ পড়াটা প্রশ্নের মুখে পড়েছে। তাই আবারও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন হয় ফাহমিদুলকে নিয়ে তখন তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’
এজেড/এফআই