রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের পরামর্শ সাবেক ক্রিকেটারের

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ না নিয়ে ক্লাব ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এমন সিদ্ধনাতে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। এমনকি পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত বলেছেন, রিজওয়ানের মতো এমন সিদ্ধান্ত নেওয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া উচিত।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিল মোহাম্মদ রিজওয়ানের দল। যেখানে রিজওয়ানের নিজের পারফরম্যান্সও ভালো ছিল না। সম্প্রতি তিনি বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকেও। তবুও ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ডকে কঠোর হওয়ার আহ্বান সিকান্দারের।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বোর্ডের সব টুর্নামেন্ট খেলা উচিত বলে মনে করেন সিকান্দার। তিনি বলেছেন, 'তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী। তারা মাসে ৬০ লক্ষ টাকা বেতন পায়, তাই বোর্ডের আয়োজিত সব টুর্নামেন্টে তাদের অংশ নেয়া উচিত।'
'এটা নিশ্চিত করা পিসিবির দায়িত্ব যে, খেলোয়াড়রা সব ম্যাচে খেলবে। যদি আপনি ক্লাব ক্রিকেট খেলেন এবং বোর্ডের টুর্নামেন্টে না খেলেন, তাহলে এর অর্থ হল আপনি পিসিবিকে অপমান করছেন।’ -যোগ করেন তিনি।
পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়ে সিকান্দার আরও বলেছেন, ‘এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। মহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তবে তাকে তার নীতি বদলাতে হবে। জানতে হবে, এখানে কী হচ্ছে। কঠোর হতে হবে। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’
এইচজেএস