নেশন্স লিগের কোয়ার্টারেই ফাইনালের উত্তাপ

এক রাতেই দুটো বিশ্বকাপ ফাইনাল আর এক বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ দেখা যাবে চলতি সপ্তাহে। সেটাও দুই লেগের ম্যাচে। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ফুটবল ভক্তদের সামনে হাজির করছে এমনই জমজমাট এক ফিক্সচার।
বিজ্ঞাপন
লম্বা ফিক্সচার শেষে এবারের নেশন্স লিগে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন্স হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। আর তারপরেই ড্র থেকে থেকে দেখা মিলল জমজমাট চার ম্যাচের।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।
বিজ্ঞাপন
আর এখানেই দেখা হয়ে যাবে ২ বিশ্বকাপ ফাইনাল লাইনআপের। ২০১০ বিশ্বকাপের সেরার লড়াইয়ে ছিল স্পেন ও নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে ছিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এছাড়া ইতালি এবং জার্মানির ম্যাচেও মিশে আছে উন্মাদনা। ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের।
বিজ্ঞাপন
কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন এর মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের জয়ী দল।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল
নেদারল্যান্ডস-স্পেন
ক্রোয়েশিয়া-ফ্রান্স
ডেনমার্ক-পর্তুগাল
ইতালি-জার্মানি
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আর রোববার রাতে মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা। প্রথম লেগে হোম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইতালি এবং নেদারল্যান্ডস। আর দ্বিতীয় লেগে হোম ম্যাচ খেলবে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ও স্পেন।