আলোড়ন তোলা দুই কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

হতে পারে স্কুল ক্রিকেট। তবু দেশের ক্রিকেটে প্রথমবার কোনো ব্যক্তিগত ইনিংসে ৪০০ রান! এমন একটা ইনিংসের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মুস্তাকিম হাওলাদার। ঢাকায় বড় হলেও মুস্তাকিম হাওলাদারের পৈত্রিক ভিটা বরিশালে। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন ঢাকায়। নবম শ্রেণীতে পড়ুয়া ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী দেশের স্বীকৃত ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন।
সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন মুস্তাকিম। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। সাদ অবশ্য পেয়েছেন ৪ উইকেটের দেখা।
Great to see young cricketers flourishing in School Cricket! Mustakim Howlader's 404 runs & Saad Parves' 256 runs + 4...
Posted by Litton Kumer Das on Tuesday, March 18, 2025
দুর্দান্ত এই দুই কিশোরের ব্যাটিংশৈলীতে পুরো দেশের অনেকের মতো মুগ্ধ হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক লিটন কুমার দাস। নিজের ফেসবুক স্ট্যাটাসে দুই কিশোরের প্রশংসা করে তাদের উপহার দেয়ার কথাও জানান তিনি।
ফেসবুকে লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ!
এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’
লিটন এই মুহূর্তে ব্যস্ত আছেন ডিপিএল নিয়ে। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। এরইমাঝে ঘনিয়ে আসছে পিএসএলের সময়সূচি। এনওসি বা অনাপত্তিপত্র পেলে দেখা যেতে পারে সেই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও।
জেএ