পিএসএলের জন্য ছাড়পত্র চেয়েছেন নাহিদ রানা, রয়েছে অনিশ্চিয়তা

গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার। অল্প কদিনের মাঝেই পুরো বিশ্বের নজরে চলে এসেছিলেন নাহিদ রানা। সাফল্যের ধারাবাহিকতায় ডাক পেয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও।
ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে বাংলাদেশের নাহিদ রানাকে। ১১ই এপ্রিল থেকে শুরু হওয়া এবারের পিএসএলের জন্য এরইমাঝে ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এই পেসার।
ঢাকা পোস্টকে এনওসি আবেদনের কথা নিজেই নিশ্চিত করেছেন নাহিদ রানা। সঙ্গে জানিয়েছেন করেছেন পুরো সিজনের জন্যই আবেদন করেছেন রানা। তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে। যেকারণে ছাড়পত্র পাবেন কি না রানা সেটি এখনো অনিশ্চিত। যদিও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন নাহিদ রানার অবশ্যই খেলা উচিৎ বিদেশি এই লিগে।
আজ সোমবার মিরপুরে দলীয় অনুশীলন শেষে শান্ত বলেন, 'আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক, সবকিছুর ওপর।’
এদিকে পিএসএলে দল পাওয়া আরেক তারকা রিশাদ হোসেনও আবেদন করেছেন অনাপত্তিপত্রের জন্য। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের জন্য। সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছিলেন তিনি। পিএসএলে দল পাওয়া আরেক ক্রিকেটার লিটন দাসও আবেদন করবেন বলে গুঞ্জন রয়েছে।
এসএইচ/জেএ