ড্র করলেই বিশ্বকাপে ওয়াদিফা, জটিল সমীকরণের সামনে নীড়-ইমন

শ্রীলংকার কলোম্বো শহরে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা কাপ দাবার বাছাইয়ে আগামীকাল শেষ রাউন্ড। অষ্টম রাউন্ড শেষে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন। আগামীকাল ওয়াদফিা ড্র আর লঙ্কান নারী দাবাড়ু জিতলে দুই জনেরই পয়েন্ট সমান সাত হবে। ওয়াদিফার গড় রেটিং বেশি হওয়ায় তিনি নারী বিভাগের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। বাংলাদশে দাবা ফেডারেশন এমন তথ্যই দিয়েছে।
বিজ্ঞাপন
নারী বিভাগের মতো উন্মুক্ত বিভাগেও বাংলাদেশের দাবাড়ু শীর্ষস্থানে রয়েছে। অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানানগে রানিনদু দিলশান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তিন জনের মধ্যেই মূলত শিরোপা নির্ভর করছে।
নীড় ও ইমন নিজ নিজ খেলায় ড্র বা জিতলে দুই জনের সমান সাড়ে সাত বা সাত পয়েন্ট হবে। গড় রেটিং বেশি হওয়ায় নীড় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। সমান পয়েন্টে ইমন চ্যাম্পিয়ন হতে না পারলেও তার প্রাপ্তি আরো বেশিই হবে। চ্যাম্পিয়নের সমান পয়েন্ট থাকায় তিনি সরাসরি আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাবেন।
বিজ্ঞাপন
শেষ রাউন্ডে নীড়ের প্রতিপক্ষ লঙ্কান দাবাড়ু দিলশান। নীড় দিলশানের কাছে হারলে আর ইমন ফাহাদের কাছে হেরে গেলে তখন দিলশানের এককভাবে সাত পয়েন্ট হবে। সেক্ষেত্রে দিলশান বিশ্বকাপে খেলবে এবং ইমনের সরাসরি আন্তর্জাতিক মাস্টারের পরিবর্তে শুধু একটি আন্তর্জাতিক নর্ম হবে।
বিশ্বকাপ বাছাই দাবায় বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। প্রয়াত এই দাবাড়ুর ছেলে তাহসিন তাজওয়ার বেশ কয়েক রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে থাকলেও অষ্টম রাউন্ডে এসে পিছিয়ে পড়েন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার আন্তর্জাদিক মাস্টার জি এম এইচ তিলকরত্নে, লিয়ানাগে পেসানদু রাশমিথা ও নানাইয়াককারা সানুক মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ সাড়ে তিন ও তানভীর আলম তিন পয়েন্ট অর্জন করেছেন। ফিদে মাস্টারদের মধ্যে কেউ দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করলে আন্তর্জাতিক মাস্টার নর্ম পাবেন।
আজ অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলংকার লিয়ানাগে পেসানদু রাশমিথাকে এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার ভিরাসেকারা দিশাল নিমসারাকে পরাজিত করেন।
মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলংকার রাথনায়েকে দুলিনমা হেমালনিকে পরাজিত করেন। মহিলা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার সানুদুলা দাহামদির কাছে হারেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম শ্রীলংকার রানাসিঙ্গে লিহিনি হিমানসাকে পরাজিত করেন।
এজেড/এইচজেএস