বিপিএল খেলা শফিউল কেন খেলছেন না ডিপিএলে

গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। বেশ জাকজমকপূর্ণ আয়োজনেই এবার ট্রফিও উন্মোচন করেছিল সিসিডিএম। চলতি এই আসর দিয়ে নতুন করে ডিপিএলে যুক্ত হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক। তবে দেশের ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখ নেই ঘরোয়া এই প্রতিযোগিতায়। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের সঙ্গে নেই শফিউল ইসলামও।
বিজ্ঞাপন
সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা শফিউল কেন নেই ডিপিএলে। খোঁজ নিয়ে জানা গেল পারিশ্রমিক ইস্যুতে খেলছেন না এই পেসার। ঢাকা পোস্টকে শফিউল বলেন, ‘দুই একটা দল বলেছিল কিন্তু আসলে পারিশ্রমিক ইস্যুর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি। পারিশ্রমিকটা খুবই কম বলছিল।’
সময়ের সাথে বয়স বাড়ছে আপনারও। ক্রিকেট কতদিন খেলতে চান আর। ক্রিকেট ছাড়ার পর কোন পেশায় দেখা যেতে পারে। এমন প্রশ্নে শফিউল বলেন, 'কোন পেশায় আসবো এখনো ঠিক করি নাই। রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। তবে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা আছে। ভালো কিছু যদি অপশন আসে, অবশ্যই ক্রিকেটের সাথে থাকবো। যদি সুযোগ আসে অবশ্যই ক্রিকেটার সাথে থাকবো।’
বিজ্ঞাপন
‘আর কতিদন খেলব এটা হচ্ছে, যত দিন পারি ততদিন খেলে যাবো। ছেড়ে দিলে তো আর ফিরতে পারবো না। যতদিন মনে হবে যে পারব, ততদিন খেলব। আর ক্রিকেট নিয়ে কাজ করব মানে ভালোভাবে যদি কাজ করতে পারি, আসলে যদি মনে হয় যে করব তাহলে ভালোভাবেই কাজ করব।’
এসএইচ/জেএ