নারী দলের কোচিংয়ে ডেভিড হেম্প, থাকবেন বিশ্বকাপ বাছাই পর্বে

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন ডেভিড হেম্প। এরপর থেকে অনেকটা আড়ালেই যেন আছেন টাইগারদের এই ব্যাটিং কোচ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সঙ্গে ছিলেন না তিনি।
বিজ্ঞাপন
গত কয়েক মাস বাংলাদেশেই ছিলেন না হেম্প। ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচ গতকাল রাতে আবারও ঢাকায় ফিরেছেন। তবে এবার নতুন দায়িত্বে দেখা যাবে তাকে।
আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। এ আসরে অংশ নেবে বাংলাদেশ দলও। এর জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিবি। আর এই সফরে বাংলাদেশ নারী দলের সঙ্গে যাবেন হেম্প।
বিজ্ঞাপন
মূলত নারী দলের ব্যাটিং নিয়ে কাজ করবেন হেম্প। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
এসএইচ/এইচজেএস