সাব্বিরের ব্যাটিং নিয়ে যা বললেন শাকিব

সবশেষ বিপিএলে দল কিনেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তবে শাকিবের ঢাকা ক্যাপিটালসের সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল।
মাঠের বাইরের কাজে সফল হলেও মাঠের পারফরম্যান্সে প্রথমবার খুব একটা সুবিধা করতে পারেনি ক্যাপিটালসরা। তবে আগামী আসরে আরো ভালো করার প্রত্যয় শাকিবের কণ্ঠে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিপিএল নিয়ে তিনি বলেন, 'ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।'
গত আসরে ঢাকা ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত ছিলেন সাব্বির রহমান। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দলটির মালিক শাকিব। এই হার্ডহিটার ব্যাটারকে আবারো ঢাকায় দেখা যেতে পারে। সাব্বিরকে নিয়ে শাকিব বলেন, 'সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।'
এসএইচ/এইচজেএস