আরমানিটোলায় রামাদান কাপ হকি

বাংলাদেশের হকির সূতিকাগার পুরান ঢাকার আরমানিটোলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রজন্ম থেকে প্রজন্মে হকি খেলোয়াড় উঠে এসেছে। আরমানিটোলা বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েক বছর ধরে হকি শেখাতেন সাবেক খেলোয়াড় মো. ফজলু। যিনি ক্রীড়াঙ্গনে ফজলু ওস্তাদ হিসেবে পরিচিত। ফজলু ওস্তাদ সম্প্রতি প্রয়াত হলেও আরমানিটোলা স্কুলে তার গড়া ফজলু একাডেমি চলমান রয়েছে।
বিজ্ঞাপন
রমজান মাসে আরমানিটোলা স্কুলে ওস্তাদ ফজলু একাডেমির খেলোয়াড়দের নিয়ে রামাদান কাপ হয়েছে। পাঁচটি দল এতে অংশ নেয়। আজ অনুষ্ঠিত ফাইনালে ওস্তাদ ফজলু ওরেঞ্জ দল ৮-৪ গোলে ওস্তাদ ফজলু ব্ল্যাক দলকে পরাজিত করে। ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সাবেক তারকা খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত। এসময় উপস্থিত ছিলেন আরেক সাবেক তারকা খেলোয়াড় ও কোচ জামাল হায়দার, হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন আরও অনেকে। এ প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেছেন আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী।
বিজ্ঞাপন
হকি ফেডারেশন মহিলা হকি টুর্নামেন্ট পরিচালনা করছে। আজ ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনাজপুর ২-০ গোলে পটুয়াখালীকে, একই ভেন্যুতে আরেক ম্যাচে যশোর ৬-০ গোলে চট্টগ্রামকে, বাংলাদেশ বিমান বাহিনীর হকি গ্রাউন্ডে কিশোরগঞ্জ ৫-১ গোলে ঠাকুরগাঁওকে, একই ভেন্যুতে আরেক খেলায় বিকেএসপি ১৮-০ গোলে রংপুর জেলাকে হারায়।
এজেড/এসএসএইচ