ওয়াদিফা এককভাবে, তাহসিন যৌথভাবে শীর্ষে

শ্রীলঙ্কার কলোম্বোতে বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা চলছে। ওপেন গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের সাথে যুগ্মভভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে অন্য ৬ জনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন গ্রুপে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৪ খেলায় আড়াই পয়েন্ট করে পেয়েছেন।
আজ চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নীড় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিনুকা দিহাইনের সাথে ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শ্রীলংকার এস শিবানাথুনাজানের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের কাছে হেরে যান। তানভীর আলম ভুটানের সিদ্ধান্ত ভান্ডারিকে পরাজিত করেন।
মহিলা বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ সাড়ে পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৪ খেলায় আড়াই পয়েন্ট এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও আসিয়া সুলতানা ২ পয়েন্ট করে পেয়েছেন।
মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার মহিলা ফিদে মাস্টার পাল্লিই এহসা মিশেলাকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার থারুসি নিকলেসাকে ও আসিয়া সুলতানা ভুটানের ইয়েশি লহসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ শ্রীলংকার মেন্ডিস ইমেথরার কাছে হেরে যান।
এজেড/এইচজেএস