২০২৭ বিশ্বকাপ খেলার জন্য যে পরিকল্পনায় এগোচ্ছেন রোহিত

বয়স হবে প্রায় ৪০ এর কাছাকাছি। কিন্তু ক্রিকেটটাকে সে পর্যন্ত টেনে নিয়ে যেতে আগ্রহী রোহিত শর্মা। কদিন আগেই তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বলেছিলেন, এখনই অবসরের ভাবনা নেই। গুজব ছড়ানো বন্ধ রাখতেই রোহিত শর্মা খোলাখুলি বলেছিলেন নিজের অবসর ভাবনা নিয়ে। অথচম বৈশ্বিক এই আসরেই অনেকেই শেষ দেখে ফেলেছিলেন ভারতীয় অধিনায়কের।
বিজ্ঞাপন
রোহিত সেসব উড়িয়ে দিয়ে জানালেন, তিনি থাকছেন। কিন্তু তাতে কি আর আলোচনা বন্ধ করা যায়? রোহিত শর্মা থাকবেন কি থাকবেন না, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ২০২৬ সালে আইসিসি ইভেন্ট হিসেবে আছে কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে রোহিত থাকছেন না সেটা নিশ্চিত। এই ফরম্যাট থেকে ২০২৪ সালে বিশ্বকাপ জিতেই তিনি অবসরে গিয়েছেন।
রোহিতের জন্য পরের গন্তব্যটা তাই ২০২৭ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই বিশ্বকাপ যখন হবে, তখন বয়সটা হবে প্রায় ৪০। ফর্ম নিয়ে চিন্তা নেই খুব একটা। ব্যাট হাতে রোহিত ঠিক কতটা কার্যকর, তার প্রমাণ তো মিলেছে কদিন আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রান করে হয়েছিলেন ম্যাচসেরা৷
বিজ্ঞাপন
দুশ্চিন্তার জায়গাটা তার ফিটনেস। কদিন আগেই ভারতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ পর্যন্ত সমালোচনা করেছিলেন তার ফিটনেস নিয়ে। এরইমাঝে ক্রিকবাজের খবর, নিজের ফিটনেস ঠিক রাখতে কোচ অভিষেক নায়ারের সঙ্গে কাজ করার পরিকল্পনায় আছেন রোহিত শর্মা। ভারতের ক্রিকেটারদের কাছে ব্যাপক জনপ্রিয় অভিষেক এর আগে কাজ করেছেন কেএল রাহুল, দীনেশ কার্তিকদের সঙ্গেও।
বিজ্ঞাপন
রাহুল এর আগে বেশ কয়েকবারই অভিষেক নায়ারের সরাসরি প্রশংসা করেছেন। রোহিত নিজেও একসময় অভিষেক নায়ারের সতীর্থ ছিলেন ২২ গজের পিচে। নিজের ক্যারিয়ার কিছুটা লম্বা করতে সেই পুরাতন সতীর্থের কাছেই ফিরছেন রোহিত শর্মা। আগামী বিশ্বকাপের আগে ২৭টি ওয়ানডে পাবে ভারত। সে সময়টায় ভারতের অধিনায়ক নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান।
আরও পড়ুন
এদিকে টেস্ট থেকে রোহিত কবে অবসর নেবেন বা আদতেই অবসরে যাচ্ছেন কি না, তা এখন পর্যন্ত অজানা। বোর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালে বলা হচ্ছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত না হলে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের প্রশ্ন আসতে পারে। কিন্তু ফাইনাল নিশ্চিত না হলেও রোহিত-কোহলির অবসর নিয়ে ঘোষণা আসেনি।
ক্রিকবাজের ভাষ্য, টেস্ট ফরম্যাটে রোহির অবসর নেবে কি না, তা বলা যাবে আইপিএলের পর। ফ্র্যাঞ্চাইজ এই লিগের পরেই আছে ভারতের ইংল্যান্ড সফর। ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রসঙ্গে নিশ্চিত করে বলেন, ‘আগে আইপিএল শেষ হোক। ভবিষ্যৎ নিয়ে অতদূর কেবল একজন জ্যোতিষীই ভাবতে পারে।’
জেএ