‘গেম ডেভেলপমেন্ট ভালো হলে দেশের ক্রিকেট শক্তভাবে দাঁড়ায়’

হাবিবুল বাশার সুমন দেশের ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে যুক্ত। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক পদে। সবশেষ ছিলেন বাংলাদেশ নারী বিভাগের দায়িত্বে। সাবেক এই অধিনায়ক গতকাল নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে যোগ দিয়েছেন।
নতুন ওই দায়িত্ব নেওয়ার পর হাবিবুল বাশার আজ (মঙ্গলবার) ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন নিজের অনুভূতি। এ ছাড়াও ভবিষ্যতে কোচিং পেশায় আসার সম্ভাবনা ও নির্বাচক পদে সুযোগ আসলে তা গ্রহণ করা নিয়েও তিনি কথা বলেছেন।
ঢাকা পোস্ট : প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নতুন দায়িত্ব পেলেন, কতটা তৃপ্ত এবং কাজের কেমন সুযোগ দেখছেন?
হাবিবুল বাশার : সবসময়ই ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। এখানে আনন্দ নিয়ে কাজ করার এবং অনেক কিছু করার জায়গাও আছে। একটা ক্রিকেটারের মূলভিত্তিটা এখান থেকেই শুরু হয়। তো এখানে দায়িত্ব পেয়েছি যেহেতু, চেষ্টা থাকবে ভালো কিছু করার। এর আগে যখন এইচপিতে কাজ করেছি তখন থেকে এর প্রতি আলাদা ভালোলাগা ছিল। এখন পুরোপুরি দায়িত্ব পেলাম, যেসব ক্রিকেটাররা ছোট থেকে উঠে আসে, তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে।
ঢাকা পোস্ট : বিসিবির সঙ্গে সবকিছু আলোচনা করেই তো নতুন দায়িত্বে এসেছেন…
হাবিবুল বাশার : কথা বলেছি, তবে পুরো আলোচনা এখনও হয়নি। কিছু বিষয় বাকি আছে, আলোচনা হবে। আর চেয়ারম্যানের (গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা) সঙ্গে এখনও বসা হয়নি। বসব, তারপর কথা বলব সব বিষয়ে। পরবর্তীতে আমার কাজের পরিধি কীভাবে কী করতে হবে সেসব আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা পোস্ট : এর আগে নারী বিভাগে কাজ করেছেন, সেখানকার কাজ কেমন ছিল…
হাবিবুল বাশার : এনজয় করিনি সেরকম বলব না। ওখানে আসলে বিভাগীয় কাজ থাকে। এখানে আরও হাতে-কলমে কাজ করা যাবে, আমি যেটা চাচ্ছিলাম আরকি।
ঢাকা পোস্ট : হঠাৎ করেই গেম ডেভেলপমেন্টে আসলেন, নাকি অনেকদিন ধরে কথা চলছিল?
হাবিবুল বাশার : ঠিক অনেক দিনের প্রসেস না। তবে আমি যখন জাতীয় দলের নির্বাচক ছিলাম, তখন আমার এই বিভাগ নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল। তখন থেকেই আমার আগ্রহটা ছিল। বিসিবি এখন মনে করেছে যে আমাকে দিয়ে এখন গেম ডেভেলপমেন্টটা আরও ভালোভাবে ব্যবহার করা যাবে। সেজন্য দায়িত্বটা দিয়েছে হয়তো। সম্ভবত এখানে আমার প্রয়োজন বোধ করেছে।
ঢাকা পোস্ট : নতুন বিভাগে কী কী কাজ করতে চান
হাবিবুল বাশার : গেম ডেভেলপমেন্ট কিন্তু ভালো কাজ করছে অনেকদিন ধরেই। তাদের কাজের সঙ্গে এখন যুক্ত হলাম। আমার নিজের ভেতর কিছু আইডিয়া আছে, সেসব কাজে লাগাতে পারব। দেখব কীভাবে সবকিছু মিলিয়ে ভালো করা যায়। বিসিবির এই গেম ডেভেলপমেন্টকে সামনে নিয়ে যাওয়ায় লক্ষ্য থাকবে।
‘আমি অলরেডি লেভেল-টু কোচিং কোর্স শেষ করেছি। কোর্স করেছি যেহেতু কোচিং করাতেও পারি ভবিষ্যতে, বলা যায় না এখনই। কেউ কখনও কোনোকিছুর নিশ্চয়তা দিতে পারে না।’
ঢাকা পোস্ট : নতুন দায়িত্বে কেমন চ্যালেঞ্জ দেখছেন…
হাবিবুল বাশার : অবশ্যই চ্যালেঞ্জ অনেক বেশি। আমি নিজেও সবসময় চ্যালেঞ্জ নেওয়াটা উপভোগ করি। যখন নারী বিভাগে কাজ করছিলাম তখনও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। যতদিন ছিলাম আমি এনজয় করেছি। প্রিমিয়ার লিগটা সঠিক সময় শুরু হয়েছিল, এ ছাড়া গত এক বছরে মেয়েদের অনেক খেলা হয়েছে। খেয়াল করলে দেখবেন আমি যখন যেখানে যাই সেখানে কাজটা উপভোগ করেছি।
ঢাকা পোস্ট : নতুন ক্রিকেটারদের নার্সিং করতে কী কী ভূমিকা রাখবেন, কিছু ঠিক করেছেন কি না…
হাবিবুল বাশার : আমি মাত্র এখানে আসলাম। এখনও অনেক চিন্তা-ভাবনা ও আলোচনা বাকি। এখনই সবকিছু বলতে পারছি না। আর এখানে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ ক্রিকেটের গোড়া কিন্তু এটা। শুরুতে এখানে আসলাম আর চিন্তা করলেই হয়ে গেল এরকম না। অনেক কিছু গভীর চিন্তাভাবনা করতে হবে। যেহেতু এটি দেশের ক্রিকেটের ভিত। আগেও বলেছি, আবারও বলছি এটা শক্ত হলে কিন্তু দেশের ক্রিকেট দাঁড়িয়ে যাবে।
আরও পড়ুন
ঢাকা পোস্ট : আগে খুলনা বিভাগ থেকে জাতীয় দলে অনেক ক্রিকেটার উঠে আসত, অনেকদিন ধরে ওই বিভাগ থেকে খেলোয়াড় আসছে না। সেদিকে বিশেষ নজর থাকছে কি না…
হাবিবুল বাশার : দেখেন আমি যে গেম ডেভেলপমেন্টে কাজ করছি শুধু খুলনা বিভাগ না, পুরো বাংলাদেশ নিয়েই আমার কাজ থাকবে। সবার সব বিভাগের দিকেই আমার লক্ষ্য থাকবে। বিশেষ কারও দিকে নয়। সবদিকেই একইভাবে নজর থাকবে।
ঢাকা পোস্ট : জুনিয়র ক্রিকেটারদের সুযোগ-সুবিধায় কমতি আছে…
হাবিবুল বাশার : কাজটা যেহেতু গেম ডেভলপমেন্ট প্রসেস নিয়েই, যতটা স্বচ্ছতা ও ভালোভাবে করা যায় (সেই চেষ্টা থাকবে)। ক্রিকেটারদের যত সাহায্য-সহযোগিতার দরকার করা হবে। চেষ্টা থাকবে জুনিয়র ক্রিকেটারদের সম্পূর্ণ সুযোগ-সুবিধা দেওয়ার।
ঢাকা পোস্ট : অনেক ভূমিকায় তো দেখা গেল আপনাকে, কখনও কোচিংয়ে আসার ইচ্ছা আছে?
হাবিবুল বাশার : আমি অলরেডি কিন্তু লেভেল-টু কোচিং কোর্স শেষ করেছি। কোর্স শেষ করেছি যেহেতু কোচিং করাতেও পারি ভবিষ্যতে, বলা যায় না এখনই। কেউ কখনও কোনোকিছুর নিশ্চয়তা দিতে পারে না।
ঢাকা পোস্ট : যদি কখনও প্রধান নির্বাচকের পদে সুযোগ আসে যোগ দেবেন কি না
হাবিবুল বাশার : আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। বিশেষ করে ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগে। নির্বাচকের কাজ চ্যালেঞ্জিং বিষয়, এই কাজে এতদিন ছিলাম। আমাদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু কিছু ভালো দিকও ছিল। যদি ওরকম সুযোগ আসে, করব না কেন, অবশ্যই করব।
এসএইচ/এএইচএস