সেই এইচপিতেই ফিরছেন ডেভিড হেম্প

জাতীয় দলের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিলেন ডেভিড হেম্প। এরপর থেকে অনেকটা আড়ালেই যেন আছেন টাইগার এই ব্যাটিং কোচ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সঙ্গে ছিলেন না হেম্প।
গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে নেই হেম্প। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে আনছে বিসিবি। হেম্প যখন বাংলাদেশে আসেন তখন দায়িত্ব পালন করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের।
পরে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদে যোগ করা হয়। সর্বশেষ আবারও এইচপির হয়ে কাজ করবেন হেম্প। ঢাকা পোস্টকে বিসিবির এইচপি ইউনিটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন নতুন ক্যালেন্ডারে এইচপির সঙ্গে দেখা যাবে তাকে। যদিও পুরো কোচিং স্টাফ এখনো সাজাতে পারেনি বিসিবি।
কবে নাগাদ হেম্প বাংলাদেশে আসবেন সেটিও জানা যায়নি। এদিকে বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
এসএইচ/এফআই