রিয়ালের যুব দলে খেলা জুয়ান কিংসে, আবাহনীতে ২ বিদেশি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল ছিল মধ্যবর্তী দলবদলের শেষ দিন। ফুটবলাঙ্গনে কৌতুহল ছিল প্রথম লেগে বিদেশি ছাড়া খেলা আবাহনী দ্বিতীয় লেগেও কি বিদেশি ছাড়াই খেলবে? ৫ আগস্ট পরবর্তী সময়ে সংকটে থাকা আবাহনী গতকাল একেবারে শেষ মুহুর্তে তাদের ক্লাবে খেলা দুই পুরনো বিদেশি ব্রাজিলিয়ান রাফায়েল ও নাইজেরিয়ান এমেকাকে নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার ছুটির দিনের মধ্যেও দলবদলের কার্যক্রম চলেছে। রাত ১২ টা পর্যন্ত ছিল দলবদল কার্যক্রমের শেষ সময়। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বিদেশি খেলোয়াড়দের বিষয়গুলো প্রায় চূড়ান্ত করে রাখলেও ক্লাব পরিচালকদের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন।
দেশি ফুটবলারদের অর্থ প্রদানে হিমশীম খাওয়ায় ক্লাবের নীতি নির্ধারকরা বেশ দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন বিদেশি নিয়ে। তাই একেবারে শেষ সময়ে দুই জন বিদেশি নেয়ার বিষয়ে অনুমোদন আসে।
বিজ্ঞাপন
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বিদেশি ফুটবলার প্রসঙ্গে বলেন, 'দুই বিদেশি ফুটবলার যুক্ত হওয়ায় আমাদের দলীয় শক্তি অনেকটা বাড়বে। দুই বিদেশি ফুটবলারের আন্তরিকতাও অনেক ছিল আবাহনীর হয়ে খেলার জন্য। তারাও অনেকটা ছাড় দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।’ আবাহনী দেশি ফুটবলারদের নিয়ে প্রথম লেগে মাত্র এক গোল হজম ও এক ম্যাচ হেরেছিল।
অন্যদিকে টানা পাঁচ বার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার প্রিমিয়ার লিগে স্বাভাবিক ছন্দে নেই। প্রথম লেগে খেলা দুই বিদেশি ফরাসি খাসা ও নাইজেরিয়ান ইসাকে ছেড়ে দিয়েছে। দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ও জোনাথন ফার্নান্দেস রয়েছে। মধ্যবর্তী দলবদলে কিংস চার জন বিদেশি রেজিস্ট্রেশন করিয়েছে। এর মধ্যে আবার পুরোনো খেলোয়াড় উজবেকিস্তানের আসরর গফুরভকে ফিরিয়ে এনেছে। এর পাশাপাশি নিয়েছে ঘানাইয়ান উইঙ্গার ইভান্স ইত্তি, ২৮ বছর বয়স্ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যাসিয়েল ও ৩২ বছরের আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান ল্যাসকানো। জুয়ান লিভারপুল ও রিয়াল মাদ্রিদের হয়ে জুনিয়র দলে খেলেছে।
বিজ্ঞাপন
আবাহনী, কিংস ছাড়াও অন্য দলগুলোও মধ্যবর্তী দলবদলে তাদের প্রয়োজনমতো খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। শেখ জামা ধানমন্ডিতে এক সময় খেলা গাম্বিয়ান সলোমনকে এবার রহমতগঞ্জ নিয়েছে। মধ্যবর্তী দলবদলের পর ইতোমধ্যে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন জামাল ভুইয়া।
এজেড/এইচজেএস