চলতি বছরেই ৩ বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, কবে কোথায় খেলা

মাত্র চারদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দেশ ভারত-পাকিস্তান। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের সাম্প্রতিক সময়ের লড়াইয়ের মতোই ম্যাচটিও ছিল একপেশে। পাকিস্তান টেনেটুনে ২৪১ রান সংগ্রহ করে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায়। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ও নিয়েছে স্বাগতিক পাকিস্তান। এদিকে, চলতি বছর আরও তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দেশ দুটি।
বিজ্ঞাপন
আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসবে এশিয়া কাপ। যদিও ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব ক্রিকেটীয় ইভেন্টই হাইব্রিড মডেলে হবে। তার মানে পরবর্তী তিন বছরই রাজনৈতিক বৈরিতার কারণে দূরত্ব রেখে চলা দেশ দুটি মুখোমুখি হবে নিরপেক্ষ ভূমিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের মতে– এবারের এশিয়া কাপ হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এক প্রতিবেদনে ক্রীড়াভিত্তিক এই ওয়েবসাইট জানিয়েছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে কোনো নতুন সমস্যা যাতে না বাধে, সে কারণে পুরো টুর্নামেন্টটিই সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে। যদিও আগে থেকেই সত্ত্ব নির্ধারিত রয়েছে ভারতের। তবে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দেশে গিয়ে না খেলা নিয়ে যাতে নতুন করে বিতর্ক তৈরি না করে, সেজন্য এসিসিও এশিয়া কাপ আয়োজনে নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা গেছে, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের জন্য উপযুক্ত আবহাওয়া পাওয়া যাবে। তবে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ায় ম্যাচ হবে সন্ধ্যার কিছুটা ঠান্ডা আবহাওয়ায়। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং। আগের আসরের প্রতিযোগী নেপাল থাকছে না এই আসরে। হিমালয়ান দেশটি আসন্ন প্রতিযোগিতায় কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে।
বিজ্ঞাপন
এশিয়া কাপের গত আসরের মতোই ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। কোনো ভুল না হলে স্বভাবতই একই গ্রুপে পড়তে পারে ভারত-পাকিস্তান। যা সাম্প্রতিক সময়ের প্রায় প্রতিটি টুর্নামেন্টেই দেখা গেছে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। ফলে গ্রুপপর্বের পর রাউন্ড রবিন লিগ পদ্ধতির সুপার ফোর এবং ফাইনাল মিলিয়ে তিনবার মুখোমুখি সাক্ষাৎ হতে পারে ভারত-পাকিস্তানের।
২০৩১ সাল পর্যন্ত এশিয়া কাপের চারটি আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে টি-টোয়েন্টি সংস্করণে ১৯ ম্যাচ, ২০২৭ আসরে বাংলাদেশে ১৩ ম্যাচ (ওয়ানডে), ২০২৯ সালে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান আসর এবং ২০৩১ সালে শ্রীলঙ্কায় ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
এএইচএস