হঠাৎই ফখরের অবসর গুঞ্জন, যা বলছেন পাক তারকা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। এর আগে দলটি দুই তারকা ওপেনারের ইনজুরি নিয়ে ধুঁকেছে। সাইম আইয়ুব ছিটকে যান টুর্নামেন্টের আগেই, আর ফখর জামান ইনজুরিতে পড়েন প্রথম ম্যাচ খেলতে নেমে। এরই মাঝে অভিজ্ঞ এই তারকা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন ছড়িয়েছে। যা নিয়ে মুখ খুলেছেন ফখর জামান।
এর আগে পাকিস্তানের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না ফখর। মাঝে বিরতির পর তিনি জাতীয় দলে ফিরেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে হওয়া ত্রিদেশীয় সিরিজ দিয়ে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখরকে পুরো সময় পাওয়ার আশায় ছিল স্বাগতিক দেশটি। অথচ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই চার বাঁচাতে গিয়ে সাইড স্ট্রেইন চোট পান তিনি, এরপর নিউজিল্যান্ড ম্যাচটিই হয়ে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার শেষ ম্যাচ।
দল থেকে ছিটকে যাওয়ার পর ফখর অবসর নিয়ে ফেলতে পারেন বলে আলোচনা ওঠে। সামাজিক মাধ্যমে সেই আলোচনা ক্রমাগত বাড়তে থাকায় মুখ খোলেন এই বাঁ-হাতি ওপেনার। অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফখর বলেছেন, ‘অবসর খবরের কোনো সত্যতা নেই। আমি পুরোপুরি ফিট হয়ে উঠেছি এবং দলে যোগ দেব শিগগিরই।’
— Pakistan Cricket (@TheRealPCB) February 26, 2025
বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) চোট পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ফখর জামান। দ্রুত সেরে উঠে মাঠে ফেরার লক্ষ্য তার। সামনে রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর।
আরও পড়ুন
এর আগে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফখর জামানের। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ৮৬ ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে ১১ সেঞ্চুরি ও ৩০ হাফসেঞ্চুরিতে ৫৬৯১ রান করেন তিনি।
এএইচএস