ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য, কামিন্সের পাল্টা এক্সবার্তা

ইনজুরির থাবায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসির এই টুর্নামেন্টের মাঝপথে তার একটি মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে’ বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
যদিও অস্ট্রেলিয়ার যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কামিন্সের মন্তব্যটি ছড়িয়ে পড়েছে, তাদের নিশানা করে অজি অধিনায়ক পাল্টা তোপ দাগলেন, ‘আমি স্পষ্টত এমন কিছু বলিনি’।
— Pat Cummins (@patcummins30) February 25, 2025
আইসিসির টুর্নামেন্টে ভারত বাড়তি সুবিধা পায় বলে একটা অভিযোগ সবসময়ই থাকে। বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর তরফে এমন অভিযোগ তোলা হয়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিশানায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের বিস্ফোরক এক মন্তব্য যেন সেই বিতর্ক আরও উস্কে দেয়।
যদিও ‘কোড ক্রিকেট’ নামের অস্ট্রেলিয়ার একটি ক্রীড়া ভিত্তিক প্ল্যাটফর্মের এক্স হ্যান্ডল থেকে কামিন্সের যে মন্তব্যটি ভাইরাল হয়েছে সেটি বিতর্কের মুখে সরিয়ে নিয়েছে তারা। অবশ্য ইয়াহু অস্ট্রেলিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতের একই মাঠে সব ম্যাচ খেলা নিয়ে মন্তব্য ঠিকই করেছেন কামিন্স।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। এ পর্যন্ত এই টুর্নামেন্টে দুটি ম্যাচে সেখানে টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে। দুটি ম্যাচই তারা অনায়াসে জিতে গিয়েছে। প্যাট কামিন্স মনে করেন, একই ভেন্যুতে খেলার সুযোগ পাওয়াটা ভারতের জন্য অ্যাডভান্টেজ। অস্ট্রেলিয়ার স্কোয়াডের বাইরে থাকা এই ক্রিকেটার বলেন, ‘শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এটা ভালো। কিন্তু নিঃসন্দেহে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলা অবশ্যই সুবিধার। এমনিই ভারত যথেষ্ট শক্তিশালী, তার ওপর আবার একই মাঠে খেলা। সেটা টিম ইন্ডিয়াকে এগিয়ে দিচ্ছে।’
অনেকের মতে, সব ম্যাচে দুবাইয়ে খেলা মানে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। একে তো দুবাইয়ের পরিস্থিতি ভারতের জন্য মানানসই। তার ওপরে আবার নিয়মিত দুবাই স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। সেই তত্ত্বে সিলমোহর দিলেন প্যাট কামিন্সও।
হাইব্রিড মডেলের এবারের আসরে ভারতের গ্রুপে থাকা বাকি তিন দলেরই দুই দেশ ঘুরে খেলতে হচ্ছে। যে কারণে পাকিস্তান ও বাংলাদেশের মতো দলগুলোর ভ্রমণক্লান্তির বিষয়টিও উঠে আসছে। এদিকে, দুবাই ভারতের জন্য ‘পয়া’ মাঠ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এখনও হারতে হয়নি তাদের। পরিসংখ্যান বলছে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ পর্যন্ত মোট ৬টি ওয়ানডে ম্যাচে খেলেছে ভারত। এর মধ্যে পাঁচটিই জিতেছে তারা। আর একটি ম্যাচ টাই হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে দুবাইয়ের এই মাঠে ভারত ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ১০টি। হার মাত্র ৪টি। একটি টাই।
এফআই