প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত’র রেকর্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। আগের আসরের সেমিফাইনালিস্টদের এবারের লক্ষ্য ছিল ফাইনাল। কিন্তু তারা এখন গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায় আছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও বাঁচা-মরার ম্যাচে বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। তবে ২৩৬ রান সংগ্রহের পথে একাধিক ব্যক্তিগত কীর্তি গড়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলেছেন ৭৭ রানের ইনিংস।
বিজ্ঞাপন
১১০ বলের ইনিংসে ৯টি চারের বাউন্ডারি মেরেছেন শান্ত। বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে পঞ্চাশোর্ধ রান করেছেন শান্ত। তার আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।
সাকিব ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিরপুরে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। এ ছাড়া সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব। যেখানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান করেন। ওয়ানডেতে আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। এক্ষেত্রে শান্ত আজ ৭৭ রান করে তালিকার দুইয়ে আছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শান্ত ব্যাট হতে সাম্প্রতিক সময়ে অতটা ধারাবাহিক হতে না পারলেও, ২০২৩ সাল থেকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটি করেছেন তিনি (১৩)। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে ফিফটি করেছেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। কেবল ফিফটিতেই নয়, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায়ও চূড়ায় আছেন শান্ত। ৪০ ইনিংসে তার রান ১৪৪০ রান।
বিজ্ঞাপন
এই তালিকায় এরপর যথাক্রমে আছেন লিটন দাস (৪৬ ওয়ানডে ইনিংসে ১২৩৪ রান), মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ ইনিংসে ১২১৮), মুশফিকুর রহিম (৪৩ ইনিংসে ১২১৪) ও মেহেদী হাসান মিরাজ (৪৩ ইনিংসে ১১৭৮)।
এএইচএস