বিপর্যয়ের দায়ে পাকিস্তানের ৩ তারকাকে বাদ দেওয়ার দাবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে স্বাগতিক পাকিস্তানের বিদায় অনেকটাই নিশ্চিত! টানা দুই ম্যাচেই বাবর-রিজওয়ানরা ব্যাট-বলে চরম বিপর্যয় দেখিয়ে হেরেছে। ফলে ঘরের মাঠে দীর্ঘ ২৮ বছর পর আইসিসি টুর্নামেন্ট ফেরার স্বস্তি’কে উৎসবে রূপ দিতে পারল না পাকিস্তান। এরপরই বিপর্যয়ের দায় চাপছে তিন তারকা পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের কাঁধে। সাবেক পাক তারকা মোহাম্মদ হাফিজ তাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন।
গত ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের দেওয়া ৩২০ রানের জবাবে সর্বসাকুল্যে ২৬০ রান করতে পেরেছিল। ভারতের বিপক্ষে তাদের ব্যাটিংয়ের চিত্র ছিল আরও করুণ। রিজওয়ানদের করা ২৪১ রান ভারত ৪৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। এ তো গেল ব্যাটিংয়ের চিত্র, পাকিস্তানের বোলাররাও দেখাতে পারছেন না কার্যকরী কোনো স্পেল। প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলে মোমেন্টাম এনে দেওয়ার সামর্থ্যই যেন হারিয়ে ফেলেছেন শাহিন-হারিসরা।
২০২৩ এশিয়া কাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সর্বশেষ ৪ টুর্নামেন্টেই পেসারদের একই চিত্র দেখে বিরক্ত সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের একটি টকশোতে তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের এই পেসত্রয়ী ২০২৩ এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ। আপনাকে স্বীকার করতেই হবে যে, তাদের প্রতিভা আছে, কিন্তু পাকিস্তানকে বড় টুর্নামেন্টে জেতানোর মতো দক্ষতা তাদের নেই।’

লম্বা সময় ধরে পাকিস্তানের পেস আক্রমণে ভরসার জায়গা হয়ে আছেন শাহিন-নাসিম-রউফ ত্রয়ী। কিন্তু তাদের হাত ধরেই বারবার হতাশাজনক পারফরম্যান্স দেখে সেই জায়গায় তরুণ পেসারদেরই সুযোগ পাওয়া দরকার বলে মনে করেন হাফিজ। তিনি বলেন, ‘চলুন এখান থেকে বের (সিনিয়র তিন পেসারকে বাদ) হয়ে আসি। তাদের জায়গায় মোহাম্মদ আলি, খুররম শেহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও মির হামজাদের সুযোগ দেওয়া প্রয়োজন। এসব ক্রিকেটার সুযোগের অপেক্ষায় আছে– তারাও তো পাকিস্তানি, তারা অন্তত সুযোগটা প্রাপ্য।’
আরও পড়ুন
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক নন বাবর আজমও। ক্রিজে থিতু হয়েও তাকে উইকেট বিলিয়ে দিয়ে আসতে দেখা যাচ্ছে। দলের বিপর্যয় সামলানোর মতো ব্যাটিং–ও করতে পারছেন না সাবেক এই পাক অধিনায়ক। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের ফর্ম দেখাতে না পারা প্রসঙ্গে হাফিজ বলছেন, ‘গত ১০ বছর ধরে বাবর পাকিস্তানের হয়ে খেলছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি ভারতের বিপক্ষে একটি সিঙ্গেল ম্যাচ জেতার মতো–ও দক্ষতা দেখাতে পারেনি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের খেলা সর্বশেষ দুটি ম্যাচেই খরুচে ছিলেন শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৮ রানে ১ উইকেট এবং ভারতের বিপক্ষে পুরো বোলিং ফিগার পূর্ণ না করেও ছিলেন বেশি খরুচে। ৮ ওভারে ৭২ রান দিয়ে নেন ২ উইকেট। নাসিম প্রথম ম্যাচে ১০ ওভারে ৬৩ রানে ২ উইকেট এবং গতকাল ভারতের বিপক্ষে ৮ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। শাহিন-নাসিমদের তুলনায় আরও খরুচে হারিস। তার দুই ম্যাচের বোলিং ফিগার যথাক্রমে ৮৩/২ (১০ ওভার) এবং ৫২/০ (৭ ওভার)।
এএইচএস