লেগ স্পিনে কোহলির দুর্বলতা নিয়ে যা বললেন গাঙ্গুলী

সাম্প্রতিক সময়ে ফর্মটা কোহলির পক্ষে কথা বলছে না। অন্তত তার প্রতি দলের যে প্রত্যাশা সেটা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের প্রথম ম্যাচে এই বৃত্ত ভাঙতে পারেননি কোহলি।
বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিলেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। টাইগারদের বিপক্ষে ৩৮ বলে ২২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। দলে সমালোচিত হয়েছে তার ব্যাটিং। তবে কোহলির খারাপ সময়ে পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে সামর্থ্যবান এবং নিজের সমস্যাটা সমাধান করবে। পুরো ক্যারিয়ারে সে দারুণ করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টা সেঞ্চুরি করেছে। কোহলির কাউকে প্রমাণের কিছু নেই।’
অভিজ্ঞ কোহলি সম্প্রতি অফ স্টাম্পের বাইরের বলে বেশ ভুগছেন। এ ছাড়া লেগ স্পিনারের বিপক্ষেও তার দুর্বলতা অনেকটাই স্পষ্ট। সর্বশেষ বাংলাদেশ ম্যাচেও উইকেট দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তবে এই দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করবেন কোহলি বলে বিশ্বাস গাঙ্গুলীর।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো ভারতই এটা নিয়ে কথা বলছে কিন্তু সে ওয়ার্ক এথিক্সের দিক থেকে সেরা খেলোয়াড়। সে জানে তাকে কী করতে হবে। সমস্যাটা সে নিজেই সমাধান করবে।’
এইচজেএস