বাংলাদেশকে হারানোর দিনে রোহিতের অনন্য দুই রেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের প্রথম ম্যাচে বাংলাদেশকে অনেকটা হেসে খেলেই হারিয়েছে ভারত। ব্যাটিং হোক বা বোলিং, কোথাও আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশের তাওহীদ হৃদয়ের দারুণ ব্যাটিং ম্লান করে দিয়েছেন শুবমান গিল।
গিলের ৮ম ওয়ানডে সেঞ্চুরির দিনে কেবল হৃদয় আর জাকেরের ব্যাটিং-ই চাপা পড়েনি। আড়ালে চলে গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অনন্য দুই অর্জনও। ওয়ানডে ফরম্যাটের বর্ণিল ইতিহাসে মাত্র ৯ জন করেছিলেন ১১ হাজার রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেই এলিট ক্লাবের সদস্য হয়েছেন রহিত।
বাংলাদেশের বিপক্ষে ১৩ রান করতেই ১১ হাজার রান হয় ভারতীয় ওপেনারের। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে পূরণ করেছেন এই মাইলফলক। রোহিত শর্মা ১১ হাজার রান করার পথে শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন। দ্রুততম ১১ হাজার রানের পথে তার চেয়ে এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি।
ভারতের হয়ে বিরাট ২২২ ম্যাচে ১১ হাজার রান করার কীর্তি গড়েন। রোহিত শর্মা সময়নিলেন ২৬১ ম্যাচ পর্যন্ত। শচীন টেন্ডুলকারের জন্য ১১ হাজার রান করতে দরকার হয়েছিল ২৭৬ ম্যাচ। রিকি পন্টিং ১১ হাজার রান করেছিলেন ২৮৬ ইনিংসে।
অধিনায়ক রোহিতও এদিন পেয়েছেন অসামান্য সাফল্য। সব ফরম্যাট মিলিয়ে কমপক্ষে ১০০ ম্যাচ জিতেছেন এমন অধিনায়কের মাঝে সবচেয়ে বেশি জয়ের হার রোহিতের৷ ১৩৭ ম্যাচেই শততম জয় তুলে নেয়া রোহিতের জয়ের হার ৭৩ শতাংশ। দুইয়ে থাকা পন্টিংয়ের জয়ের হার ৬৭.৯০ শতাংশ। আর স্টিভ ওয়াহর অধিনায়কত্ব ক্যারিয়ারে জয়ের হার ৬৬.২৫ শতাংশ।
জেএ/এইচজেএস