দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়িবহর

দুর্ঘটনার কবলে পড়েছিল সৌরভ গাঙ্গুলির গাড়িবহর। গতকাল বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে সৌরভ এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের কেউই কোনো আঘাত পাননি।
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে ঘটনাটি ঘটে। সেই সময় বৃষ্টি হচ্ছিল। সৌরভের গাড়িবহরের সামনে একটি লরি ছিল। সেটি হঠাৎ ব্রেক চাপে। তাতে সৌরভের গাড়ির চালক সময় মতো ব্রেক চাপলেও তাদের পেছনের দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দাদপুর থানার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, এ ঘটনায় সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি। ভারতের সাবেক এই অধিনায়কও কোনো রকম আঘাত পাননি। গাড়ি বহরের যে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, সে দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ি চালকেরা কোনো আঘাত পাননি। সবাই সুস্থ ছিলেন।
এ ঘটনার পর পূর্বনির্ধারিত গন্তব্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান সৌরভ। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠও পরিদর্শন করেন তিনি। সেখান থেকে যান বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে। সেখানে বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌরভকে সংবর্ধনা দেওয়া হয়।
সেই অনুষ্ঠানে সৌরভ বলেন, 'আমি আপ্লুত। বর্ধমানে আসতে পেরে খুব ভালো লাগছে। তার থেকেও বেশি খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বিডিএস (বর্ধমান ক্রীড়া সংস্থা) এর পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভালো লাগছে। ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এভাবে জেলা থেকে খেলোয়াড় তুলে আনতে হবে।'
এইচজেএস