হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল পাকিস্তান

শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই হোঁচট খেয়েছে আয়োজক পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে গতকাল নবম আসরের উদ্বোধনী ম্যাচে তারা ৬০ রানে হেরেছে। এরসঙ্গে যুক্ত হয় তারকা ব্যাটার ফখর জামানের ইনজুরি। এবার স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। তাদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় স্লো ওভার রেটের নিয়ম ভেঙেছে মোহাম্মদ রিজওয়ানের দল। যার জন্য ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার জো উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন।
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজেদের দায় স্বীকার করে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তার মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। যেখানে স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানার বিধান আছে। এভাবে নির্ধারিত সময়ের বিধান মানতে না পারলে প্রতি ওভারের জন্যই বাড়তে থাকবে শাস্তির পরিমাণ।
আরও পড়ুন
১৯৯৬ সালের পর এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। যেখানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তারা বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে দুই ফিফটি তাদের বড় হারের লজ্জা থেকে মুক্তি দিয়েছে। বাবর আজমের ধীরগতির ৬৪, খুশদিল শাহ’র ৬৯ এবং সালমান আলি আগার ৪২ রানের পর পাকিস্তান অলআউট হয় ২৬০ রানে। এর আগে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের জোড়া সেঞ্চুরিতে কিউইরা প্রথম ইনিংসে ৩২০ রান সংগ্রহ করে।
প্রথম ম্যাচে হেরেই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেলো পাকিস্তান। গ্রুপপর্বে তাদের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে তাদের আরেক সঙ্গী বাংলাদেশ।
এএইচএস