দক্ষিণ আফ্রিকাকে মুক্তি দিয়ে বাংলাদেশের লজ্জার রেকর্ড

প্রথম দুই ওভারে দুই উইকেট। ৪০ পেরোনোর আগেই নেই ব্যাটিং অর্ডারের অর্ধেক। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের আগে ব্যাট করার সিদ্ধান্তটা পুরোপুরি বুমেরাং হয়েই ফেরত এসেছে। সেই সঙ্গে আসরে নিজেদের দ্বিতীয় ওভারেই লজ্জার কীর্তি গড়ে ফেলেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে সবমিলিয়ে ৩ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে প্রথম দুই ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। এমন ব্যাটিং বিপর্যয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতবেশি হয়নি আর কারোরই। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দুইবার নিজেদের প্রথম দুই ওভারে একটি করে উইকেট হারিয়েছিল।
একবার করে এমন বিপর্যয় দেখেছে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড। প্রোটিয়ারা এতদিন যৌথভাবে এই তালিকায় শীর্ষে থাকলেও, বাংলাদেশ তাদের মুক্তি দিয়েছে। ফলে টুর্নামেন্টে বড় আশা নিয়ে গেলেও শুরুতেই দারুণ ব্যাকফুটে নাজমুল হোসেন শান্ত’র দল।
চলমান এই ম্যাচের পাওয়ার প্লে শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বাজে পাওয়ার প্লে’র তালিকায় চারে উঠে এসেছে বাংলাদেশের আজকের স্কোরকার্ড। ১০ ওভারে ৩৯ রান তুলতেই বাংলাদেশ ৫ উইকেট হারিয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান পাওয়ার প্লেতে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল (২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি)।
আরও পড়ুন
এর পরের ৩টিতেই অবশ্য আছে বাংলাদেশ। কলম্বোতে ২০০২ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেট ও ২০০৪ সালে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছিল বাংলাদেশ।
জেএ/এএইচএস