দ্রুততম মানব ইমরানকে ঘিরেই অ্যাথলেটিক্সের সংবাদ সম্মেলন

আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৮ তম জাতীয় অ্যাথলেটিক্স। এই উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারশেন আজ দুপুরে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে প্রায় বড় সময় জুড়ে ছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
বিজ্ঞাপন
ইংল্যান্ড প্রবাসী ইমরানের আর্বিভাব বাংলাদেশের অ্যাথলেটিক্সে ২০২২ সালের জানুয়ারিতে। জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার অংশ নিয়েই তিনি রেকর্ড গড়ে দ্রততম মানব হন। এরপর টানা তার রাজত্ব চলেছে। আগামীকাল তার এই ইভেন্টের শ্রেষ্ঠত্ব হাতছাড়া হতে চলছে। তিনি এবারের আসরে খেলছেন না। ফলে আগামীকাল বাংলাদেশ নতুন দ্রুততম মানব পাচ্ছে।
ইমরানুর রহমান গত কয়েক বছর বাংলাদশে সেনাবাহিনীর হয়ে খেলেছিলেন। এবার তিনি সংস্থা বদলে নৌবাহিনীতে নাম লিখিয়েছেন। নৌবাহিনী অ্যাথলেটিক্সে ফেডারেশনে ইমরানকে নিবন্ধন করালেও আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে এন্ট্রি দেয়নি। ফেডারেশনে নিবন্ধন হওয়ায় ইমরান আগামী দুই বছর নৌবাহিনীর হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে নির্দিষ্ট প্রতিযোগিতার আগে এন্ট্রি দিতে হবে।
বিজ্ঞাপন
ইমরানুর রহমানকে নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, 'আমরা জাতীয় প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে সামনের মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলোয়াড় নির্বাচন করব।' ফেডারেশন আগে ইমরানুরকে নির্বাচিত করলেও ইমরানুর ব্যক্তিগত কারণে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। ব্যক্তিগত ডিসিপ্লিনগুলোতে জাতীয় প্রতিযোগিতার ওপরই মূলত আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে। ইমরান জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ না নিলেও তার সেই দরজা বন্ধ হচ্ছে না, 'ইমরানকে সামনের টুর্নামেন্টে পাঠানো হবে না। পরবর্তীতে কোনো টুর্নামেন্ট আসলে তখন আমরা আবার সিদ্ধান্ত নিব।'
তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্ট গত ৮ ফেব্রুয়ারি পূর্বাচলের ৩০০ফিট রোডে অনুষ্ঠিত হয়েছে। হ্যামার থ্রো ইভেন্টটি আগামী ১৮ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এজেড/এইচজেএস