বছরে সর্বোচ্চ ৩১৫১ কোটি আয় রোনালদোর, মেসিসহ বাকিদের কত

মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের বয়সটা যে কেবল সংখ্যা সেই প্রমাণ এখনও দিয়ে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে ব্যাংক-ব্যালেন্সেও তার দাপট বিশ্ব ক্রীড়াঙ্গনে। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সিআরসেভেন বার্ষিক আয়ে সবার শীর্ষে আছেন। বছরে তার আয় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩১৫১ কোটি টাকা। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আছেন তালিকার চারে।
২০২৪ সালে সর্বোচ্চ উপার্জনকারী ১০০ খেলোয়াড়ের এই তালিকা প্রকাশ করেছে খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’। তাদের তথ্যমতে, টানা দ্বিতীয়বার বিশ্ব অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ধরে রেখেছেন রোনালদো। এই তালিকায় দুইয়ে আছেন মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কুরি। এ ছাড়া যথাক্রমে যুক্তরাজ্যের সাবেক বক্সার টাইসন ফুরি, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস অবস্থান করছেন।
কিছুদিন আগে ৪০ বছর বয়স পূর্ণ হওয়া আল-নাসর তারকা রোনালদো গত বছর প্রায় ৩১৫১ কোটি টাকা (২৬ কোটি ডলার) আয় করেছেন। এর মধ্যে সৌদি আরবের ক্লাব থেকে পারিশ্রমিক বাবদ ২১ কোটি ৫০ লাখ ডলার এবং স্পন্সর প্রতিষ্ঠান থেকে সাড়ে ৪ কোটি ডলার ঢুকেছে তার একাউন্টে। বছরে সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের এই তালিকার সেরা দশে আছেন ৫ ফুটবলার। রোনালদো-মেসি ছাড়া বাকিরা হচ্ছেন– নেইমার জুনিয়র (ষষ্ঠ), করিম বেনজেমা (অষ্টম) ও কিলিয়ান এমবাপে (নবম)।
— Sportico (@Sportico) February 12, 2025
এ ছাড়া সেরা দশে দুজন করে বক্সিং ও বাস্কেটবল তারকা এবং আছেন একজন গল্ফার। দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট স্টিফেন কুরির বার্ষিক প্রাপ্তি ১৫.৩০ কোটি ডলার বা ১৮৬৪ কোটি টাকা। শীর্ষ পাঁচে বাকি তিনজনের আয় যথাক্রমে– টাইসন ফুরির প্রায় ১৫ কোটি ডলার বা ১৭৮১ কোটি টাকা, মেসির সাড়ে ১৩ কোটি ডলার বা ১৬৩৬ কোটি টাকা এবং লেব্রন জেমসের ১৩.৩ কোটি ডলার বা ১৬১৪ কোটি টাকা। শীর্ষ দশে থাকা অ্যাথলেটদের মধ্যে কেবল তিনজনের (নেইমার, এমবাপে এবং জন রাম) বয়স ৩৫–এর নিচে।
স্পোর্টিংয়ের হিসাবমতে শীর্ষ ১০ আয়কারী অ্যাথলেট
১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল)— ২৬০ মিলিয়ন ডলার
২. স্টিফেন কুরি (বাস্কেটবল)— ১৫৩.৮ মিলিয়ন ডলার
৩. টাইসন ফুরি (বক্সিং)— ১৪৭ মিলিয়ন ডলার
৪. লিওনেল মেসি (ফুটবল)— ১৩৫ মিলিয়ন ডলার
৫. লেব্রন জেমস (বাস্কেটবল)— ১৩৩.২ মিলিয়ন ডলার
৬. নেইমার জুনিয়র (ফুটবল)— ১৩৩ মিলিয়ন ডলার
৭. ওলেকসান্ডার উসাইক (বক্সিং)— ১২২ মিলিয়ন ডলার
৮. করিম বেনজেমা (ফুটবল)— ১১৬ মিলিয়ন ডলার
৯. কিলিয়ান এমবাপে (ফুটবল)— ১১০ মিলিয়ন ডলার
১০. জন রাম (গল্ফ)— ১০৫.৮ মিলিয়ন ডলার
আরও পড়ুন
শীর্ষ ১০০ অ্যাথলেটের তালিকায় মোট ২৭টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ফুটবল–বাস্কেটবল–বক্সিং ছাড়াও অ্যাথলেট আছেন গল্ফ, আমেরিকান ফুটবল, ফর্মুলা-১, বেসবল এবং টেনিস থেকে। শীর্ষ ১০০ অ্যাথলেট ২০২৪ সালে সর্বমোট আয় করেছে ৬.২ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই তালিকায় নেই কোনো নারী অ্যাথলেট। এমনকি ইউএস ওপেন–২০২৪ আসরে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতা কোকো গফও শীর্ষ একশতে জায়গা পাননি। নিজের ইভেন্টে নারীদের মধ্যে সর্বোচ্চ আয়কারী এই অ্যাথলেটে একাউন্টে ঢুকেছে এক বছরে ৩০.৪ মিলিয়ন ডলার।
এএইচএস