কোহলিদের নতুন অধিনায়ক রজত পাতিদার

সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন ফ্যাফ ডু প্লেসি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গুঞ্জন ছিল অধিনায়কত্বের ব্যাটন ফের বিরাট কোহলির হাতেই ফিরতে পারে। গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাতিদারকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম।
গত বছরের মেগা নিলামের পর থেকে জল্পনা চলছিল আরসিবির সম্ভাব্য অধিনায়ককে নিয়ে। বিরাট কোহলি ২০২১ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফ্যাফ ডুপ্লেসিকে অধিনায়ক করা হয়েছিল। তাকে ২০২২ মহা নিলামে কেনাই হয়েছিল অধিনায়ক করা হবে বলে। তবে মহানিলামের আগে ডু প্লেসিকে ছেড়ে দেওয়া হয়। এমন কোনো ক্রিকেটারকেও নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন।
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
হঠাৎ করেই জল্পনা ওঠে কোহলিকে নিয়ে। শোনা যায়, কোহলি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তবে সাবেক অধিনায়ক নিজে থেকে কিছুই বলেননি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এটাও পরিষ্কার হয়ে যায় যে, কোহলি নেতৃত্বের দৌড়ে নেই। সেটাই হয়েছে।
পাতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন, ‘তোমাকে অসংখ্য অভিনন্দন। যে ভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছো তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য়। নিজেই এটা আদায় করে নিয়েছো।’
মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন পাতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি। কীভাবে তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্য এনে দেবেন, সে দিকে নজর থাকবে।
আরসিবির প্রথম অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৮ সালে দলকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। কেভিন পিটারসেন মাত্র ছ’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর অপসারিত হন। এরপর ২০১০ পর্যন্ত অনিল কুম্বলে নেতৃত্ব দেন। তিনি ৩৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১-১২ সালে ২৮টি ম্যাচে নেতৃত্ব দেন ড্যানিয়েল ভেট্টোরি।
এরপর ২০১১-২০২৩— ১২ বছর আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। একবার ফাইনালে তুললেও দলকে ট্রফি জেতাতে পারেননি। ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০২২-২৪ পর্যন্ত ৪২টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসি। এ বার আরসিবিতে শুরু হল পাতিদারের যুগ।
এফআই