বিপিএল কাঁপিয়ে প্রথমবার পাকিস্তানের স্কোয়াডে, ছিটকে গেলেন রউফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে পারফরম্যান্সের বদৌলতে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছিলেন দুই ক্রিকেটার। এবার হারিস রউফের চোট সেরকমই আরও একজনের জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। যদিও এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি আকিফ জাভেদের। রংপুর রাইডার্সের জার্সিতে তিনি বিপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন।
বিজ্ঞাপন
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে ‘লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পুরো ফিট অবস্থায় পেতে এই সিরিজে আর না খেলানোর কথা জানিয়েছিল পিসিবি। এবার তার পরিবর্তে তারা আকিফ জাভেদকে অন্তর্ভুক্ত করেছে।
মূলত বিপিএলের ফর্ম দেখিয়েই জাতীয় দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া এই বাঁ-হাতি পেসারের। গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা আকিফ এবারের বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। যেখানে তিনি ১১ ম্যাচে শিকার করেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট। পাশাপাশি ছিলেন মিতব্যয়ী, ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.৬৯ রান।
বিজ্ঞাপন
দুই ম্যাচ জিতেই চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল (বুধবার) পাকিস্তান ম্যাচের বিজয়ী দল। অর্থাৎ, সিরিজের বাকি অংশের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন খাইবার পাখতুনখোয়ার পেসার আকিফ জাভেদ। তার হঠাৎ জাতীয় দলে ডাক পাওয়ার পেছনে বিপিএলের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমও।
বিজ্ঞাপন
এর আগে ২০১৯ সালের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আকিফের। একই বছর কায়েদে আজম ট্রফি এবং ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও খেলেছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি অবশ্য তিনি ব্যাট হাতেও ভূমিকা রাখতে পারেন। যা বিপিএলের এক ম্যাচেও দেখা গেছে। ২০২০ সালে প্রথমবার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন আকিফ, সেখানে ফর্ম দেখিয়ে তিনি এরপর থেকে নিয়মিত ছিলেন ইমার্জিং দল পাকিস্তান শাহিন্স স্কোয়াডে। পিএসএলে সাম্প্রতিক আসরগুলোয় তিনি লাহোর কালান্দার্স ও করাচি কিংসের জার্সিতে খেলেছেন।
আরও পড়ুন
গতকাল হারিস রউফের ইনজুরির আপডেট জানিয়ে পিসিবি জানিয়েছিল, ‘শনিবার নিউজিল্যান্ড ম্যাচের পর এমআরআই এবং এক্স-রে স্ক্যান করানো পেসার রউফের পেশি ও বুকের বাম পাশে চোট নিশ্চিত হওয়া গেছে। এই ইনজুরি বেশি গুরুতর নয়, আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। যাইহোক, সতর্কতা ও পুনর্বাসনের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না।’
এএইচএস