হঠাৎ যে কারণে মেসির ২০২৩ ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন আনচেলত্তির

ইউরোপের পাট চুকিয়ে ২০২৩ সালেই আমেরিকান লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। একই বছরই নিজের সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। যা বিশ্ব ফুটবলের অন্যতম এই মর্যাদাপূর্ণ পুরস্কার সর্বোচ্চ অষ্টমবার জয়ের রেকর্ড। ব্যালন ডি’অরের সেই বছরটি এখন অতীত, তবে সেবার মেসির পুরস্কারটি জেতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
বিজ্ঞাপন
মূলত বিপত্তিটা বেধেছে ২০২৪ ব্যালন ডি’অর প্রদানকে কেন্দ্র করে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ফ্রান্স ম্যাগাজিনের পুরস্কারটি পাওয়ার জোর গুঞ্জন থাকলেও, শেষ মুহূর্তে জানা যায় সেটি উঠছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে। ফলে প্যারিসের ২০২৪ ব্যালন ডি’অরের জমকালো আয়োজন প্রত্যাখ্যান (বয়কট) করে পুরো রিয়াল মাদ্রিদ ক্লাব। লস ব্লাঙ্কোসরা যে সেই হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি তা আনচেলত্তির কথাতেই টের পাওয়া যায়!
আজ (মঙ্গলবার) দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অর্থাৎ, মাঠের লাড়াইয়ে নামছে ২০২৪ ব্যালন ডি’অরের জন্য লড়াইয়ে থাকা ভিনিসিয়ুস ও রদ্রির দল। যদিও ইনজুরির কারণে ব্যালনজয়ী স্প্যানিশ তারকা ম্যাচটিতে থাকছেন না। এসিএল ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন রদ্রি। ভিনির সঙ্গে তার লড়াইয়ের জের ধরেই আনচেলত্তি ব্যালন ডি’অর নিয়ে কথা বলেছেন। তার মতে– রদ্রি মূলত ২০২৩ ব্যালন এবং ২০২৪ সালে পুরস্কারটি ভিনিই প্রাপ্য ছিলেন!
বিজ্ঞাপন
রিয়ালের সর্বশেষ ব্যালন প্রদান অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে ইতালিয়ান এই কোচ বলছেন, ‘আমি মনে করি না আমাদের (অনুষ্ঠান বয়কট) সিদ্ধান্তটি ভুল ছিল। আমরা বিশ্বাস করি ভিনিসিয়ুসই গত বছরের সেরা ফুটবলার। তার মানে এই না যে, আমরা রদ্রিকে অসম্মান করছি। কারণ সে অসাধারণ খেলোয়াড়, একইসঙ্গে আমি অনুভব করি যে ২০২৩ সালেই তার ব্যালন ডি’অর পাওয়া উচিৎ ছিল।’
বিজ্ঞাপন
মেসির নাম না নিলেও তার সর্বশেষ ব্যালন পাওয়ার বিষয়টিকেই মূলত প্রশ্নবিদ্ধ করেছেন আনচেলত্তি। কারণ ২০২২-২৩ মৌসুমেও রদ্রি দারুণ ফর্মে ছিলেন। সিটির হয়ে জিতেছিলেন শিরোপার ট্রেবল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে পুরো মৌসুমটাই ছিল পেপ গার্দিওলার দলের রাজত্বের। তা সত্ত্বেও মেসি ব্যালন ডি’অর জিতে নেন ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের বদৌলতে। তবে বিষয়টি নিয়ে সেই সময়ও বেশ কথা উঠেছিল। বিশেষত, ওই মৌসুমে ক্লাব ফুটবলে বলার মতো পারফরম্যান্স ছিল না মেসির।
আরও পড়ুন
ব্যালন ডি’অরের প্রসঙ্গ সামনে এলেও, এখন মূলত রিয়াল-সিটির পুরো মনোযোগ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। সিটির মাঠ ইতিহাদে দুই দল ইউসিএলের শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে প্রথম লেগে খেলতে নামছে। এই ম্যাচে না থাকলেও মৌসুমের শেষদিকে কিছু ম্যাচ খেলার কথা রয়েছে রদ্রির। অন্যদিকে, রিয়ালের স্কোয়াডও ইনজুরিপ্রবণ। নতুন করে চোটে পড়া অ্যান্টোনিও রুডিগার, এডার মিলিটাও, ডেভিড আলাবার সঙ্গে আগে থেকেই এসিএল চোটের কারণে বাইরে আছেন দানি কারভাহাল। অর্থাৎ, ডিফেন্সের ‘জরুরি অবস্থা’ নিয়েই হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামছে আনচেলত্তির রিয়াল।
এএইচএস