কোন কোন দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখছেন মুরালিধরন

শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারার মতে, মুত্তিয়া মুরালিধরণ এমনই এক খেলোয়াড়, যিনি ক্রিকেটের সবকিছুর উত্তর জানেন। মুরালিধরণ নিজেও ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেটের মালিক এই স্পিনিং উইজার্ড। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে নিয়েছেন ৮০০ উইকেট।
বিজ্ঞাপন
সেই মুরালিধরণের কাছেই এবারে প্রশ্ন করা হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে কারা? ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসর একেবারেই দোরগোড়ায় হাজির। আরও অনেক ক্রিকেট কিংবদন্তির মতো ভবিষ্যদ্বাণীর প্রশ্নটা শুনতে হলো মুরালিধরণকেও।
জবাবে মুরালি বললেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর সূচির কথা। শ্রীলঙ্কান ক্রিকেটের এই কিংবদন্তি মনে করেন, ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’
বিজ্ঞাপন
অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং ২০২৩ বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালিধরন বেছে নিয়েছেন ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আর তাইই যদি হয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে পরপর একই ফাইনাল লাইনআপ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল ভারত ও পাকিস্তান। ইংল্যান্ড ও ওয়েলশে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
জেএ