করোনা আক্রান্ত হওয়ায় যে সাত ক্রিকেটারের ডিপিএল অনিশ্চিত
দিন কয়েক বাদেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। অবসান হবে ক্রিকেটারদের এক বছরের বেশি সময়ের অপেক্ষার। ক্রিকেটারদের সবার জন্যই এই টুর্নামেন্ট বহুল আকাঙ্ক্ষিত। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ডিপিএল অনিশ্চিত হয়ে গেছে সাত ক্রিকেটারের।
যদিও এই সাতজনের ভেতর জাতীয় দলের কোনো তারকা ক্রিকেটার নেই। সবচেয়ে বেশি তিন জন করোনা আক্রান্ত হয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়নের একজন করে ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
সাত ক্রিকেটারের বাইরেও আক্রান্ত হয়েছেন দুই কর্মকর্তা। একজন প্রাইম দোলেশ্বরের তৌকির খান ও আরেকজন ব্রাদার্স ইউনিয়নের আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান।
প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে আবার শুরু হচ্ছে স্থগিত থাকা ডিপিএল। আগামী ৩১ মে লিগ শুরুর আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুবার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।
এর জন্য গতকাল (২৬ মে) ২৬৯ জনের কোভিড পরীক্ষার নমুনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাতে আসা ফলে ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তার ফল পজিটিভ এসেছে।
আক্রান্ত ৭ ক্রিকেটার: নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক) পিনাক ঘোষ ( লিজেন্ডস অব রুপগঞ্জ) রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর) শাহীন আলম (আবাহনী লিমিটেড) ও নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)।
কর্মকর্তা: তৌকির খান (প্রাইম দোলেশ্বর) ও আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান (ব্রাদার্স ইউনিয়ন)।
এমএইচ/এটি