১০ হাজার কিলো উড়ে এসেও যে কারণে বিপিএল ফাইনালে খেলেননি নিশাম

নামেভারে বিপিএলের একাদশ আসর শুরুর আগে থেকেই ফেবারিট তকমাটা গায়ে জুড়ে গিয়েছিল ফরচুন বরিশালের। এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর শক্তিশালী স্কোয়াড দেখে যেকোনো দলই সমীহ করার কথা। শুরুটা আশানুরূপ না হলেও শেষ পর্যন্ত বরিশাল টানা দ্বিতীয় আসরে বিপিএলের শিরোপা জিতেছে। স্কোয়াডে যথেষ্ট অপশন থাকলেও দলটি ফাইনালের জন্য ১০ হাজার কিলোমিটারের বেশি দূর থেকে উড়িয়ে আনে জিমি নিশামকে। অথচ একাদশেই জায়গা মেলেনি তার।
বিজ্ঞাপন
এর আগেও বিপিএলে খেললেও, এবার শুরু থেকে দেখা যায়নি নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে। কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তার দল বিদায় নেওয়ার পরই বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালের তিনদিন আগে ৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখেন নিশাম। আর মাত্র একটি ম্যাচ বাকি, সেই সময়ে তাকে উড়িয়ে আনা মানে তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন। কিন্তু গতকাল বরিশাল তাকে ফাইনালের একাদশে না রেখেই চমকে দিলো। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিক এর ব্যাখ্যাও দিয়েছেন।
টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আজকের কথা চিন্তা করুন। আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি। কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁ-হাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগাং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি (মোহাম্মদ) নবিকে তুলে নেন তাহলে বল কে করবে? সব সময় চিন্তা করতে হবে প্রতিপক্ষ কে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।’
বিজ্ঞাপন

বোঝাই যাচ্ছে প্রতিপক্ষের বাঁ-হাতি ব্যাটারদের কথা চিন্তা করে আফগান তারকা নবিকে বসাতে চায়নি বরিশাল। একইসঙ্গে দলের উইনিং কম্বিনেশন বলেও একটা কথা আছে। প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই ফাইনালেও নামে বরিশাল। শিরোপা জিতে অধিনায়ক তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়ে মিজান বলেন, ‘তামিম খুবই ভালো অধিনায়ক। আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করছে। এ কারণেই আমরা জিতে যাচ্ছি। নইলে আমরা জিততে পারতাম না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
টুর্নামেন্টজুড়ে খুব একটা আলোচিত ফর্ম দেখাতে পারেননি রিশাদ হোসেন। তবে ফাইনালের শেষদিকে তার ৬ বলে ১৮ রানের ক্যামিওতে জিতেছে বরিশাল। রিশাদের প্রশংসা করে বরিশালের মালিক বলেন, ‘(রিশাদ) বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতে দেখতে পাবেন। অবশ্যই অভিজ্ঞতা ম্যাটার করে। তবে তার সঙ্গে তারুণ্যও থাকতে হয়। যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। আমাদের এখানে হৃদয়, রিশাদ, শান্ত আছে। অনেক ক্রিকেটার আছে। দুটোর কম্বিনেশন না হলে কিন্তু হবে না। অভিজ্ঞতার একটি দাম আছে।’
এসএইচ/এএইচএস